শাঙ্কব অভিক্ষেপের বৈশিষ্ট্য গুলো উল্লেখ করো।
উত্তরঃ এক খণ্ড কাগজকে শঙ্কু বা মোচক (cone)আকারে ভূগোলকের উপর স্থাপন করে শাঙ্কব অভিক্ষেপ অঙ্কন করা হয়। শাঙ্কব অভিক্ষেপের প্রধান বৈশিষ্ট্য – ১, ভূগোলকের উপর স্থাপিত শাম্কবটি (cone) নিদিষ্ট অক্সরেখাকে স্পর্শ করে যাকে পরিমিত অক্ষরেখা (standard parallel) বলে।
২, এই রেখার উপর দিয়ে নিদিষ্ট ব্যবধানে দ্রাঘিমারেখাগুলো অঙ্কিত হয়।