জিআইএস এর ব্যবহার ব্যাখ্যা করো।
উত্তরঃ জিআইএস এর মাধ্যমে সফটওয়্যার (Arc,GIS,Arc-View ইত্যাদি) ব্যবহার করে ভূমি জরিপ থেকে প্রাপ্ত তথ্য, আকাশ ভূমি ও পানি ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ উন্নয়ন, আঞ্চালিক গবেষণা, নগর ও আঞ্চলিক পরিকল্পনা, জনসংখ্যা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রভৃতি বহুবিধ কাজে জিআইএস ব্যবহার করা হচ্ছে।