মানচিত্রে উপাত্ত উপস্থাপনে জিআইএস -এর ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তরঃ জিআইএস এর মাধ্যমে একটি মানচিত্রের মধ্যে অনেক ধরনের উপাত্ত (data) উপস্থাপন করা হয়ে থাকে এবং তা বিশ্লেষণ করে মানচিত্রের উপযোগিতা বাড়িয়ে দেওয়া যায়।যেমন- একটা মানচিত্রে পানি ব্যবস্থাপনা,টপোগ্রাফি,ভূমি ব্যবহার, যোগাযোগ, মৃত্তিকা, রাস্তা ইত্যাদি দেখিয়ে আমরা সেই নিদিষ্ট অঞ্চলের সাবিক ধারণা পেতে পারি।