বিয়ে করার উদ্দেশ্য কি?
বিবাহের মাধ্যমে পরিবারের সূত্রপাত হয়।
এছাড়া বিবাহের মাধ্যমে বংশবিস্তার ও উত্তরাধিকারের সুযোগ সৃষ্টি হয়।
বিবাহের মাধ্যমে পরস্পর সম্পর্কিত পুরুষকে স্বামী (পতি) এবং নারীকে স্ত্রী (পত্নী) হিসাবে চিহ্নিত করা হয়।
স্বামী ও স্ত্রীর যুক্ত জীবনকে “দাম্পত্য জীবন” হিসাবে অভিহিত করা হয়।
বিয়ে করার উদ্দেশ্য কি?
উত্তর: বিয়ের বহুমুখী উদ্দেশ্য রয়েছে।
যেমন—বিভিন্ন গুনাহ ও পাপাচার থেকে নিজেকে সংবরণ করার মাধ্যমে দ্বিন ও ঈমানের হেফাজত করা।
নারী জাতির তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ করা,
“আর পড়ুনঃ”বউকে ভালোবাসার এসএমএস (bow ke valobashar sms)
বৈধ পন্থায় মানববংশের বিস্তার ঘটানো,
নবীজি (সা.)-এর একটি মহৎ সুন্নাতকে বাস্তবায়ন করা ইত্যাদি।
রাসুল (সা.) ইরশাদ করেছেন, বিয়ে আমার সুন্নাত, যে তা পালন করবে না সে আমার দলভুক্ত নয়।
(মুসলিম, হাদিস ১৪০০, ইবনে মাজাহ, হাদিস ১৮৪৬, ফাতহুল কদির :৩/১৮৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত: ৬/২২)


 
                            