Allahor Chondo (আল্লাহর ছন্দ) মালা।
আজকে আমরা পোস্ট করতে যাচ্ছি আল্লাহর নামের কিছু অনুপ্রেরণামূলক ছন্দ ও পিকচার যে গুলি দেখে ও পড়ে আপনি অনেকটাই উপকৃত হবেন। নিজেরা পড়বেন এবং কাছের মানুষদের কাছে শেয়ার করে দিবেন যেন তারা আল্লাহ নামের ছন্দ গুলি পড়ে কিছু শিখতে পারে।
এক এক করে যাচ্ছে চলে মাহে রমজান।
কি করে দিবো আমি তার প্রতিদান।
ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত।
কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত।
“আর পড়ুনঃ” ইসলামিক স্ট্যাটাস রমজান । Islamic Status Ramjan
আমি নির্ভীক এক সৈনিক,
ধর্ম আমার ইসলাম
এক আল্লার বান্দা
আমি এক আল্লার গোলাম।
“আর পড়ুনঃ” ফেসবুকে ইসলামিক প্রোফাইল পিকচার, পিক, ছবি, ফটো
আল্লাহর দ্বীন মেনে নেয়ার পর যারা সে সম্পর্কের প্রবৃত্ত হয়,
তাদের বিতর্ক তাদের পালনকর্তার কাছে বাতিল, তাদের প্রতি আল্লাহর গযব এবং তাদের জন্যে রয়েছে কঠোর আযাব। সূরা আশ-শুরা;১৬
বেশি চিন্তা করবেন না
আল্লাহ জানেন যে আপনি কি চান,
এবং ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে,
আল্লাহ সাফল্য দিবেই, ইনশা আল্লাহ।
আল্লাহ যার কল্যাণ চান,
তিনি তাকে দীন বিষয়ে,
গভীর ইলম দান করেন।
“আর পড়ুনঃ” Islamik stutas | ইসলামিক স্ট্যাটাস – ফেসবুক
কালেমা পড়ে হয়েছি মুসলিম,
ধরেছি ইসলামের রশী,
আল্লাহ পথে থাকবো আমি মরন এলেও খুশি।
যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়,
আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন।
মিশকাত
যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না,
তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে বুঝেন।
[ড. বিলাল ফিলিপ্স]
হে! আল্লাহ!
আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত,
নামাজ পড়ার তৌফিক দান করুন।
আমিন।
Allahor Chondo (আল্লাহর ছন্দ) মালা।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, করো রমজানের রোজা
আল্লাহর কাছে মাফ চাহিয়া কমাও গুনাহের বোঝা।
হে আল্লাহ!
আমি আপনার কাছে
আশ্রয় চাই শ্বেত, উম্মাদনা,
কুষ্ঠ এবং সমস্ত
দুরারোগ্য ব্যাধি হতে।
মহান আল্লাহ তায়ালা বলেনঃ- তুমি ওই দিনকে ভয় করো,
যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে।
আর তোমার হাত পা তোমার ক্রিত কর্মের সাক্ষী দিবে।
সুরা ইয়াসিন (৬৫)
ফুল কে ভালবাসো পাবে শুধু ঘ্রান।
ইসলাম কে ভালবাসো পাবে শুধু সম্মান!
রাসূলকে ভালবাসো হবে আদর্শবান!
আল্লাহা কে ভালবাসো পাবে দু-জাহান!
স্ত্রীকে নিয়ে রাস্তায় বের হলেও
মানুষ খারাপ মন্তব্য করে।
মানুষ আল্লাহ তায়ালাকে কি
জবাব দিবেন পরকালে।
“আর পড়ুনঃ” স্বামী স্ত্রীর ইসলামিক স্ট্যাটাস এসএমএস মেসেজ
আল্লাহর কাছে দোয়া করে কি চাও,
আয়ু…..কার আয়ু,
এই পৃথিবীতে যত মা আছে সকল মায়ের!
যতই ভুল করনা কেন
মানুষের ক্ষতি করনা।
যার ক্ষতি সে সজ্য করলেও
আল্লাহ সজ্য করবে না।
হে আল্লাহ.
আমরা যারা ইসলামিক লেখা দেখি ও পড়ি,
আমাদের সবাইকে দেখা ও পড়ার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন!
১ ২ ৩ নামাজ পড়ুন প্রতিদিন।
৪ ৫ ৬ নামাজ পড়তে নেই ভয়।
৭ ৮ ৯ নামাজে আল্লাহ খুশি হয়।
১০ ১১ ১২ তাই নামাজ পড়তে পারো।
কখনো কখনো আল্লাহ তা’আলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি। ড. বিলাল ফিলিপ্স