শুভ রাত্রি ফানি স্ট্যাটাস (Shuvo Ratri Funny Status)

শুভ রাত্রি ফানি স্ট্যাটাস Shuvo Ratri Funny Status

শুভ রাত্রি ফানি স্ট্যাটাস (Shuvo Ratri Funny Status)

প্রেমিকা তার প্রেমিককে রাতে রোমান্টিক মেসেজ পাঠাচ্ছে….
মেয়েঃ ঘুমিয়ে আছো তো স্বপ্ন পাঠাও,
জেগে আছো তো ভাবনা পাঠাও,
যদি কাদঁছো তো চোখের জল পাঠাও।
ছেলেঃ প্রিযতমা পায়খানা করতেছি কি পাঠাবো?

নেট অফ করে তাড়াতাড়ি
ঘুমিয়ে পর নাহলে
ক্যালাবো ধরে তোকে।

“আর পড়ুনঃ” ১৪ ফেব্রুয়ারি নিয়ে ফানি স্ট্যাটাস (14 february funny status)

Wifi বন্ধ করে ঘুমাও তারাতারি
নাহলে মেরে নাক ফাটিযে দেব।

“আর পড়ুনঃ” নেইমারকে নিয়ে ফানি পিক, ফটো, পিকচার, ছবি ‍ডাউনলোড

শুভ রাত্রি জান।
অনেক ফোন ঘেটেছো
এবার ঘুমিয়ে পরো।

ও মা গো।
আগামীকাল আবার সোমবার।
ফোন বন্ধ কর পরিক্ষা আছে।

উফ কি ঠান্ডা পড়েছেি
আমি চললাম শুতে
তুই ও তাড়াতাড়ি
নেট অফ করে
শুয়ে পড়।

“আর পড়ুনঃ” বন্ধুদের নিয়ে ফানি স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ

মাঝে মাঝে ভাবি মনের দুঃখে বনে চলে যাই।
তারপরেই ভাবি ওখানে গিয়ে যদি ইন্টারনেট না পাই।
যা আছে কপালে দেখা যাবে কাল সকালে।
শুভ রাত।

নাতিঃ দাদু ৮০ বছর বয়সেও তুমি ঠাকুমাকে ডার্লিং, সুইট, ‍সোনা বলে ডাকো এত ভালোবাসার রহস্যটা কি?
দাদঃ আরে কিছু না, ১০ বছর আগেই আমি ওর নামটা ভুলে গেছি, সাহস করে আর জিজ্ঞাসা করতে পারিনি।

আমাকে গুড নাইট না বলেই শুয়ে পড়লে নাকি।

কি গো রাতে খাওয়া দাওয়া করেছো নাকি।
মোবাইল রেখে আগে খেয়ে নাও অনেক রাত হয়ে গেছে।

জীবটাকে রেসের সাথে তুলনা করবেনা।
জটিল হয়ে যাবে। শান্তিতে ঘুমিয়ে পর অনেক রাত হইছে।

ওই ঘুমাইছোস নাকি শোন আমার কথা,
ছোট বেলায় ভাবতাম বড় হইয়া ক্যাটরিনা রে বিয়া করমু কিন্তু বড় হইয়া কপালে জুটলো জড়িনা।

তোকে বুদ্ধি দেই শোন তুই আমার প্রেমে পড় একবার।
প্রেমে পড়া দরকার কারন।
যাতে তুই বুঝতে পারোস কেনো প্রেম করা দরকার।

আপনি যে নাম্বারে কল করেছেন
সেটি এখন অন্য কলে ব্যাস্ত আছে
অনুগ্রহ করে সন্দেহ করা শুরু করুন শুভ রাত্রি।

ছেলে বলছেঃ ওই একটা মেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে ছিল
কাছে গিয়ে দেখি হারামজাদি টিক টক করতাছে।
তোর মত। ঘুমা

Related posts