উন্নয়নের কারণে কীভাবে দূষণ হয়ে থাকে?

উন্নয়নের কারণে কীভাবে দূষণ হয়ে থাকে?

উত্তরঃ উন্নয়নকর্মকান্ডে পরিবেশে প্রধান উপাদানগুলো প্রভাবিত ও দূষিত করে;কেননা উন্নয়ন হয় পরিবেশে উপরেই। ভূমিতে অধিক সার প্রয়োগ ও কীটনাশক ব্যবহারে মাটি দূষিত হয়ে যায়।বন,পাহাড় কেটে আবাদি জমি উন্মুক্ত করলে মাটির ক্ষয় বৃদ্ধি পায়। বাসস্থানের ইট তৈরির জন্য মাটি ও বায়ু দূষিত হয়ে যায়। কৃষিক্ষেএে অধিক কীটনাশক সংযুক্ত হয়,যোগাযোগের যানবাহন থেকে তেল বর্জ্য সংযুক্ত হয়,শিল্পক্ষেএে গ্রিজ, রাসায়নিক দ্রব্য, উষ্ণ পানি সংযুক্ত হয়,আবাসস্থলের বর্জ্য, নদীর পাড় দখলে পানি দূষিত ও নদীর প্রবাহে বাধার সৃষ্টি হয়,পানি দূষিত হয়ে জলজ প্রাণীর আবাসস্থল নষ্ট হয়। এভাবে উন্নয়নের কারণের পরিবেশ দূষণ ঘটে।

Table of Contents

About Post Author

Related posts