মায়াবী চোখ নিয়ে কমেন্ট (mayabi chokh niye comment)

মায়াবী চোখ নিয়ে কমেন্ট

মায়াবী চোখ নিয়ে কমেন্ট (mayabi chokh niye comment)

কিছু চোখ নিয়ে কমেন্ট লিখতে চলেছি আপনাদের জন্য যাতে অনলাইনে আপনারা সহজে খুজে পান।
এবং সহজে কমেন্ট করতে পারেন যদি এই লেখা গুলো আপনার কাছে ভালো লাগে যাই হোক শুরু করা যাক।

১) সকলের দুটো চোখ রয়েছে তবে তোমার দৃষ্টিভঙ্গি এমন কেনো গো।

২) চোখে চোখে ভাষা মনে মনে আশা আনমনে হাসার নাম ভালবাসা।

৩) তোমার মায়াবী চোখের ভাষায় কত কিছু যে বলে যায়।

৪) তোমার ঐই চোখে চোখ রাখলে যে আমি হারিয়ে যাই।

৫) মনে হয় চিৎকার করে বলে উঠি তোমার চোখ নীলপরি।

৬) ও আখিঁ তুই আনমেন তাকাস না আমি প্রেমে পড়ে যাবো।

৭) তুই এক পলকে মারিস কেন মায়াবী চোখের ডিল।

৮) তেমার তাকিয়ে থাকা ছবিতে চোখের মায়া আছে।

৯) তোমার প্রতিটি ছবি দেখি আমার খুব ভালো লাগে তাই তাকিয়ে থাকি।

১০) তোমার চোখে কি যাদু আছে বলো খালি তাকিয়ে থাকতে মন চায় কেনো আমার।

১১) আমি আমার প্রিয় মানুষটার দিকে তাকিয়ে থাকি।
দু চোখে দেখেও যেন মন ভরে না।

১২) প্রথমবার ভালোবাসার মানুষটির চোখের দিকে তাকিয়ে থাকার মুহূর্তটা যে নো কেমন।

১৩) চোখের দিকে তাকিয়ে তোমার মনের ভাষা বুঝতে পারাটা এক অসাধারণ ক্ষমতা।

১৪) তুমি যখন প্রথমবার আমার দিকে তাকিয়ে ছিলে। তখনই যেন ভালোবাসার উৎস রচিত হয়েছিল।

১৫) এই ‍তুমি এই কি পিক ফ্রেসবুকে দিসো খালি তাকিয়ে থাকি।

১৬) তোমার চোখ যখন দেখি তখন শুধু তাকিয়ে থাকি।

১৭) অবাক নয়নে তাকিয়ে থাকি তোমার নয়নের দিকে।

১৮) আমি তোমার চোখে এই জন্য তাকিয়ে থাকি না যে তোমার চোখ কাজল কালো।

১৯) মায়াবী চোখের দিকে তাকাই কেনো যানো আমার ভালো লাগে বলে।

২০) চোখের মায়া বড় অদ্ভুত মায়া যার প্রেমে পড়লে আর কোন কিছুই ভালো লাগেনা।

২১) একজন মানুষের সৌন্দর্য ফুটে ওঠে তার চোখে আর সেই মানুষ হলো তুমি।

২২) তুমি আর যাই হও, একজোড়া দেবীর চোখের মালকিন।

২৩) প্রকৃতির মত সুন্দর চোখ তোমার,মায়াবী তুমি। মায়াবী চোখ নিয়ে কমেন্ট

Related posts