তোমার চোখের মায়া (Tomar Chokher Maya)
আপনাদের জন্য আজকের কিছু পোস্ট নিয়ে হাজির হলাম তা হলো তোমার চোখের মায়া যা আপনারা খুজতেছেন তা জানার উপায় ওয়েবসাইটে পেয়ে গেলেন সহজে। ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন।
১) তোমার চোখের মায়ায় পড়েছি, সাথে সাথে তোমার ভুবন ভুলানোর মত হাসি।
সেই চোখে অনেক ক্লান্তি ছিলো, অবসাদ ছিলো।
তোমার দুটি চোখ অনেক নির্ঘুম রাতের সাক্ষী দিচ্ছিলো।
আর সেই সাথে কিন্তু তোমার চোখে নেশাও ছিলো।
আর মায়াবী মন জুড়িয়ে যাওয়া হাসি।
আজো ভুলতে পারি নি সেই মুখ ভরা হাসি
আর সেই মায়াবী দুটি চোখ যা আমার মন কেড়েছে।
1) Tomar Chokher Mayai Porechi, shate shate tomar vubon Vulanor moto Hasi.
Sei Chokhe Onek Kalanti Chilo, Obodad Chilo.
Tomar Duti Chokh Onek Nirjum Rater Sakkhi Dicchilo.
R Sei Shate Kintu Tomar Chokhe Nesha o Chilo.
আর Mayabi mon Juria jowya hasi.
R sei mayabi duti chokh ja amar mon kereche.
২) তোমার চোখের দিকে তাকিয়ে
কেটে যায় ঘন্টার পর ঘন্টা
সব প্রেম আছে যে
ঐ চোখেরই ভিতরে ঢাকা।
2) Tomar Chokher Dikhe Takia
Kete jay Gonter po Gonta
sob prem ache je oi chokheri Vitore dhaka.
৩) তোমার মায়াবী চোখের চাহনি, দেখলে আমার মায়া লাগে,
হরিণী মত চোখ দু’টি দেখতে অপরূপ সুন্দর লাগে।
মায়া ভরা চোখ দু’টি অশ্রু সজল, দেখলে মনে হয় পৃথিবীর সব কিছু হারিয়ে ফেলেছি ঐ চোখের তারায়।
যখন দেখি মুখে হাসির জোয়ার
মনে হয় সুখের নীড় আমার অতি কাছাকাছি দাঁড়িয়ে আছে।
চোখের আড়াল হলে
পাওয়ার বাসনায় দিশেহারা হয়ে যাই হয়ে যাই আনমনা অধীর
৪) তোমার ঐ দুটি চোখে আছে
মায়ায় জড়ানো নেশা
যখনি তাকায় ঢেলে দাও
আমার শিরায় শিরায়
তীব্র ভালোবাসার নেশা।
4) Tomar oi duti chokhe ace
mayai jorano nesha.
jokhoni takaw dele daw
amar siray siray tibro Valobashar nesha
৫) যে চোখ চোখের পলকেই তোমার চোখের কাজল ধুয়ে অন্য চোখে স্বপ্ন আকঁতে পারে।
ঐ চোখে আসলেই কিছু নেই।
না মুগ্ধতা, না মায়া;