১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা এসএমএস
আসুন আজকের এই বিজয়ের দিনে আত্মার মাগফেরাত কামনা করি। যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ।
আজ ১৬ই ডিসেম্বর।
মহান বিজয় দিবস।
১৯৭১ সালের এই দিনে ৩০ লক্ষ শহীদের তাজা প্রাণ এবং দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি এই বাংলাদেশ।
তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
“আর পড়ুনঃ” ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা (mohan bijoy dibosh)
যুদ্ধ করে দেশ পেয়েছি
সবার জন্য বেশ
বিজয় দিনে ঘরে ঘরে
নেইকো খুশির শেষ।
“আর পড়ুনঃ” ১৬ ডিসেম্বর ছবি, পিক, ফটো, পিকচার ডাউনলোড ২০২১
বিজয়ের চেয়ে আনন্দ অন্য কিছুতে নেই।
স্বাধীনতার চেয়ে সুখ আর কোথায় হয় না।
আর আমরা বিজয় এবং স্বাধীনতা দুটোই পেয়েছি।
নিত্য মাঠে কাজ করে যায়
ঘাম ঝরিয়ে চাষি
সোনার ফসল তোলার আগে
মুছে মুখের হাসি।
“আর পড়ুনঃ” ১৬ ডিসেম্বর এর স্ট্যাটাস (16 december er status)
মহানস্বাধীনতা দিবসের এটাই হোক আমাদেরশপথ।
সূর্যোদয়ে তুমি সূর্যস্তেও তুমিও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমিও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি!
স্বাধীন দেশকে সবাই ভালোবাসো
মায়ের মত বেশি
দেশ উন্নয়ন কাজ করে যাও সবাই
ছেড়ে দাও রেষারেষি।
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবোনা।
স্বাধীন দেশের ভাষার জন্য
আমরা করি লড়াই
বিশ্বে আমরা বীরের জাতি তাই
করতে পারি বড়াই।
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে
আমার জন্মভূমি।
একটি বাংলাদেশ তুমি জনতার,
সারা বিশ্বের বিস্ময় তুমি আমারঅহংকার।
সারা বিশ্বের বিস্ময় এইবাংলাদেশের জন্য আসুন আমরা সবাইমিলে কাজ করি।
বাংলাদেশে জন্ম আমার
দেশকে ভালবাসি
দূর প্রবাসে পাড়ি দিলে
আবার ফিরে আসি।
১টি যুদ্ধ, ৯টি মাস, ৭জন বীরশ্রেষ্ঠ, ১টি দেশ।
সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
প্রথম বাংলাদেশ আমার,
শেষ বাংলাদেশ।
জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ।
সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
সব ক’টা জানালা খুলে দাও না!
আমি গাইবো, গাইবো বিজয়েরই গান।
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ
তাদের রুহের মাগফিরাতকামনা করছি।
শ্রদ্ধার সাথে স্বরন করছি জাতিরশ্রেষ্ট সন্তানদের।
১৬ ডিসেম্বর বিজয় ২০২৪