ঈদরে তুই কেনে এলি কষ্ট দিতে ‍স্টাটাস

ঈদরে তুই কেনে এলি আমাকে কষ্ট দিতে।
সবাই নতুন পোশাক পরে, যাবে গুরতে।
আর আমি একা থাকবো গরে বসে শুধ টাকারি অভাবে।

জীবনের কষ্ট গুলো ভাগ করে নেওয়ার মতো একজন থাকা দরকার একাকিত্ব জীবন অনেক কষ্টের।
জীবনের প্রতিটি মুহূর্ত কাটে অনেক কষ্টে,
সকলকে ঈদের শুভেচ্ছা।

প্রতিটি মানুষেই রক্তে মাংসে গড়া
তাই মানুষকে কষ্ট দিওনা ভালো থেকো,
ঈদের শুভেচ্ছা।

ঈদ যতই তুমি উন্নত জায়গায় করো না কেন
পরিবার-পরিজন ছাড়া ঈদের আনন্দটা এটা আনন্দই না।
কষ্ট দায়ক আমার কাছে।

ঈদের আনন্দটা হচ্ছে সবচেয়ে বড় আনন্দ আর
এই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না
তবুও জানার উপায় থেকে ঈদের শুভেচ্ছা।

Related posts