অসম্পূর্ণ ফুল বলতে কী বোঝায়?
উত্তর: ফুলের পাঁচটি অংশের মধ্যে একটি অনুপস্থিত থাকলে তাকে অসম্পূর্ণ ফুল বলে।
বিভিন্ন ফুলের সাধারণত পাঁচটি স্তবক থাকে। যথা—পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক। তবে সব ধরনের ফুলে এই পাঁচটি স্তবক না-ও থাকতে পারে। কোনো ফুলে এই পাঁচটি স্তবকের কমপক্ষে একটি স্তবক অনুপস্থিত থাকলেই তাকে অসম্পূর্ণ ফুল বলে।
“আর পড়ুনঃ” জবা ফুলকে সম্পূর্ণ ফুল বলা হয় কেন