শুভ রাত্রি রোমান্টিক মেসেজ ২০২৫

শুভ রাত্রি রোমান্টিক মেসেজ ২০২৫

শুভ রাত্রি রোমান্টিক মেসেজ ২০২৫

শুভ রাত্রি রোমান্টিক মেসেজ পোস্ট ও ক্যাপশন নিয়ে জানারউপায় এর আজকের পোস্ট। লেখা গুলো কবিতা ছন্দ মিলানো আশা করি সবার অনেক ভালোলাগবে।

কিছু কিছু রাত আছে, যে রাত গুলো আসলে ভোলার নয়।
খুবই রোমান্টিক রাত যা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মনে পড়ে যায়।
আর তোমার কথা মনে করে দেয় শুভ রাত্রি জানু।

আমার জানু আঁধারে মায়া বাড়ে
পারো যদি করো ক্ষমা
আশা রাখি দেখা হবে
শুভরাত্রি প্রিয়তমা

এক মাত্র সেই প্রেম ভালোবাসার অসাধারণ অনুভূতি অনুভব করে যে সত্তিকারের প্রেমের সাগরে ডুবে থাকে।
প্রেমের মাধ্যমে যে এক অনুভূতি পাওয়া যায়, যা অন্য কোথাও পাওয়া যায় না।
আমার জানু কেমন আছো আজ এই রাতে।

“আর পড়ুনঃ” শুভ রাত্রি ফানি স্ট্যাটাস (Shuvo Ratri Funny Status)

রাত বলতেই রোমান্টিক কিছু মুহুর্ত যা একমাত্র প্রেমিক প্রেমিকায় বেশি বুঝতে পারে।
কারন তাদের মধ্যে সবসময় থাকে রোমান্টিক কিছু স্মৃতি যা খনে খনে সরণ করিয়ে দেয়।

চাঁদের আলো ঝিমিয়ে গেছে, ঝিঁঝিঁ পোকারা ও চুপ,
আমি তোমায় এখনো মিস করছি খুব,
রাতের আঁধার ঘন কালো, এবার প্রিয়া ঘুমাতে চল।
শুভ রাত্রি

তুমি কি জানো?
আমার ভালোবাসার রোমান্টিকতা সারাক্ষণ তোমায় খুঁজে বেড়ায়
সেটা হোক দিন, সেটা হোক রাত। কারণ তুমি আমার জীবনের চেয়েও অনেক কিছু।
আসলে এর কোন তুলনা হয় না।

সারাদিন তোমার সাথে বকবক করে ও আমার মন ভরে না,
রাত যেনো কাটতেই চায় না। তুমি হয়তো ঘুমিয়ে পড়ছো।
তোমাকে জানাই শুভ রাত্রি।

চোখ তুমি বুঝিয়ে ফেলো হইছে অনেক হলো রাত,
কালকে আবার দেখবো নতুন সুপ্রভাত,
সারারাত ঘুমের মাঝে স্বপ্ন দেখো খুব,
অনেক হলো রাত এবার দাও ঘুমের সাগরে ডুব ।

যদি চাদে না থাকে কলঙ্ক,
মনে যদি না থাকে বেথা,
তোমার বাড়ি যদি হতো কাছে-
আমি রোজ বলতে আসতাম মনের একটা কথা।
গুড নাইট জানু।

গভীর এই রাতে ইচ্ছে করে তুমি আর আমি বসবো খোলা আকাশের নিচে।
দূরের ওই আকাশে তাকিয়ে থেকে তারাদের মেলা দেখে দেখে আমাদের প্রেমের রোমান্টিকতা ফুটিয়ে তুলবো তুমি আর আমি।

About Post Author

Related posts