বন্ধু বিদায় নিয়ে স্ট্যাটাস, বিদায় ২০২৫ সালের মেসেজ

বন্ধু বিদায় নিয়ে স্ট্যাটাস, বিদায় ২০২৫ সালের মেসেজ

বন্ধু বিদায় নিয়ে স্ট্যাটাস, বিদায় ২০২৫ সালের মেসেজ।

আমরা ২০২৪ সালের শেষ মুহূর্তে ও দাঁড়িয়ে, ২০২৫ সালকে স্বাগতম জানাতে প্রস্তুত।
প্রতিটি নতুন বছর আমাদের জীবনে একটি নতুন অধ্যায়, নতুন সম্ভাবনা এবং নতুন স্বপ্ন নিয়ে আসে।
তবে, ২০২৪ কে বিদায় জানানোর জন্য আমরা সবাই অপেক্ষা করছি।

২০২৪ যেমন শেষ হয়,
তেমনি শুরু হবে ২০২৫,
কষ্টের বেদনা সব ভুলে,
জীবনে পাবো আবার নতুন আলো, নতুন আশা।

“আর পড়ুনঃ” নতুন বছর নিয়ে ইসলামিক স্ট্যাটাস ২০২৪

আজ ২০২৫ এর নতুন দিন, আজ নতুন রাত,
স্বপ্নের মঞ্চে বাজবে নতুন কিছু,
দুঃখ ভুলে, পুণ্যের পথে
যত্নে কাটবে আমার প্রতিটি দিন।

Happy New year 2025
আনন্দের শহিদ কাটুক 2025 সালটা,
আপনার সব দুঃখ দূর হয়ে সুখি হন আপনি
এই কামনাই করি শুভ নববর্ষ ২০২৫।

ফুল ফুটেছে বনে বনে তাই,
ভাবছি,তোমায়,মনে,মনে।
বলছি তোমায় কানে কানে।

Table of Contents

happy new year jaan 2025

মনে আসুক সবার বসন্ত, সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত,
আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত।
হ্যাপি নিউ ইয়ার ২০২৫।

অল্প বয়সে দুনিয়া চিনে ফেলেছি।
Dear 2025 আর মন ভেঙে দিও না
আর কষ্ট দিও না। স্বপ্ন পুরণের একটি বছর হয়ে এসো।

নতুন বছর
নতুন দিনে
সবাই ভালো থাকুক।
আমি তো সবাই।
সবাই জীবন, নতুন ভাবে কাটুক।
হ্যাপি নিউ ইয়ার বন্ধু ২০২৫।

এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবি।
কত কিছু পেলাম কত কিছু হারালাম।
সুখের স্মৃতি গুলো রোদ্দুরের মত উষ্ণতা দিলো।
আর বিষাদ গলো ছিলো কুয়াশার মতন অদৃশ্য বাধা।
কিছু প্রাপ্তি আনন্দের শিখায় প্রাণ জাগালো।

আশা রাখি ২০২৫ সালটা
আমার জন্য ভালো কিছু, নিয়ে আসবেই আসবে।
ইন্শাআল্লাহ। বন্ধু বিদায় নিয়ে

আল্লাহ নতুন বছরে তোমার কাছেই তো সবাই অনেক কিছুই চায়।
আর আমি তোমার কাছে এটাই চাই যে, আমার বাবা মার ছায়া যেন আমার উপর থাকে।

এই মাসটাই এ বছরের শেষ মাস।
যদি কারো অভিযোগ থেকে থাকে, বলতে পারো।
এমনও তো হতে পারে, নতুন বছরে।
না ও থাকতে পারি , কারো মনে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিও।
সবাইকে হ্যাপি নিউইয়ার ২০২৫

নতুন বছর আপনাকে এবং আপনার পরিবারকে আনন্দ সফলতা নিয়ে আসুক।

About Post Author

Related posts