পরীক্ষার তারিখঃ ২০/১২/২০১৯
বাংলা অংশের সমাধান
১। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
উত্তরঃ প্রতিপাদক।
২। কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ পিপীলিকা
৩। “লাপাত্তা” শব্দের “লা” কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ আরবি।
৪। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
উত্তরঃ নদী।
৫। “দ্যুলোক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ দিব্+লোক। janarupay .com
৬। “জুগুপ্সা” শব্দটি কোন বাক্যের সংক্ষিপ্ত রূপ?
উত্তরঃ গোপন করার ইচ্ছা।
৭। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়?
উত্তরঃ কুম্ভিলকবৃত্তি।
৮। ইতর শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তরঃ ভদ্র।
৯। শব্দের পূর্বে বসে কোনটি?
উত্তরঃ উপসর্গ।
১০। এ সাবানে কাপড় কাচা চলবে না – এখানে সাবানে কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ করণে সপ্তমী।
১১। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে
উত্তরঃ সনেটে।
১২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের “ভ্রান্তি বিলাস” কোন নাটকের গদ্য রূপ
উত্তরঃ কমেডি অব এররস।
১৩। রক্ত করবী নাটকের লেখক কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
১৪। সংস্কৃতির সংকট প্রবন্ধ কার লেখা?
উত্তরঃ বদরুদ্দীন ওমর।
১৫। শেষ রাত্রির তারা উপন্যাসটির রচয়িতা কে?
উত্তরঃ আবু জাফর শামসুদ্দীন।
১৬। একাত্তরের বর্নমালা কার লেখা?
উত্তরঃ এম আর আখতার মুকুল।
১৭। সীমান্তের চিঠি কার লেখা?
উত্তরঃ ইব্রাহিম খলিল। জানার উপায় ডট কম
১৮। আমার পূর্ব বাংলা কবিতার রচয়িতা কে?
উত্তরঃ সৈয়দ আলী আহসান।
১৯। তালাশ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ শাহীন আখতার।
২০। বাংলাদেশ স্বপ্ন দ্যাখে গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ শামসুর রাহমান।
ইংরেজি অংশের সমাধান-
২১। What is the adjective of word “heart”
উত্তরঃ heartening
২২। Which one is correct spelling?
উত্তরঃ Supersede
২৩। Plural form of “Deer”?
উত্তরঃ Deer
২৪। To keeps one’s head” means?
উত্তরঃ to keep calm
২৫। Fill up the gap: Honesty is indispensable-success.
উত্তরঃ for
২৬। Mother laughs বাক্যে Laughs কিসের উদাহরণ?
উত্তরঃ intransitive
২৭। Choose the appropriate meaning of the idioms swan song
উত্তরঃ Last Work
২৮। Antonym of the word “Demise”
উত্তরঃ birth
২৯। Fill the gap, He died–an accident
উত্তরঃ by
৩০। Bottom line means?
উত্তরঃ The essential point
৩১। Who is called the poet of beauty in English Literature.
উত্তরঃ John Keats
৩২। In which year sir Winston Churchill got the Nobel prize in Literature.
উত্তরঃ 1953 জানার উপায় ডটকম
৩৩। Maiden speech means
উত্তরঃ First Speech
৩৪। A Tale of Two Cities is a novel by-
উত্তরঃ Charles Dickens
৩৫। The world dilly dally means-
উত্তরঃ waste time
৩৬। Fill the gap: I want to the market with a view to- a book
উত্তরঃ buying
৩৭। What is the meaning of Viva voce?
উত্তরঃ orally
৩৮। The synonym for “Efface”-
উত্তরঃ rub out
৩৯। Choose the correct spelling.
উত্তরঃ heterogeneous
৪০। Who Wrote ‘Gulliver’s Travels”?
উত্তরঃ Jonathan Swift
সাধারন জ্ঞান অংশের সমাধান-
৫৬। মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে সাব-সেক্টরে ভাগ করেছিল?
উত্তরঃ ৬৪টি
৫৭। শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তরঃ ১৯৬৯ সালে
৫৮। কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়?
উত্তরঃ নিউইয়র্কে
৫৯। খাদ্য ব্যবস্থার সাথে সংশিষ্ট?
উত্তরঃ FAO জানারউপায় ডট কম
৬০। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার বয়স?
উত্তরঃ ২৫ বছর
৬১। মুজিবনগর সরকার শপথ নেয়?
উত্তরঃ ১৭ এপ্রিলে
৬২। বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়?
উত্তরঃ ২০০০ সালে
৬৩। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত জয়?
উত্তরঃ ১৭৯৩
৬৪। হৃদপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলে?
উত্তরঃ ডায়াস্টোল
৬৫। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম?
উত্তরঃ স্ট্র্যাটোমণ্ডল
৬৬। বাংলার প্রাচীনতম জনপদের নাম নয়?
উত্তরঃ মৌর্য
৬৭। জাতীয় সংসদে অধিবেশ ঢাকে?
উত্তরঃ রাষ্ট্রপতি জানার উপায় ডট কম
৬৮। শ্রীলংকা-ভারতের মধ্যে প্রণালী?
উত্তরঃ পক প্রণালী
৬৯। ILO গঠিত হয়?
উত্তরঃ ১৯১৯
৭০। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
উত্তরঃ CPU কে
যুব উন্নয়ন অধিদপ্তরের MCQ পরীক্ষার প্রশ্নের সমাধান,যুব উন্নয়ন অধিদপ্তর ক্রেডিট সুপারভাইজার পরীক্ষার প্রশ্ন ও সমাধান,ক্রেডিট সুপারভাইজার/সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেট পদের পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান, যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার পদের প্রশ্ন সমাধান,