সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দুইটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর : সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার একটি বৈশিষ্ট্য হলো ভোক্তার স্বাধীনতার অভাব। এ অর্থব্যবস্থায় ভোক্তারা সরকার নির্ধারিত উৎপাদিত দ্রব্যাদি ভোগ করে থাকে। তারা ইচ্ছাকৃত অর্থ ব্যয় করে কোনো কিছু ভোগ করতে পারে না। এ অর্থব্যবস্থার অপর একটি বৈশিষ্ট্য হলো অবাধ প্রতিযোগিতার অভাব। অধিকাংশ ক্ষেত্রে সরকারি উদ্যোগে উৎপাদন পরিচালিত হওয়ায় সেখানে বহুসংখ্যক বেসরকারি উদ্যোক্তাদের অবাধ প্রতিযোগিতা থাকে না।