নিট জাতীয় উৎপাদন বলতে কী বোঝায়?
উত্তর : কোনো নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার আর্থিক মূল্য থেকে মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় (CCA বা Depreciation) বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় উৎপাদন বলে। এ ক্ষেত্রে মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় বলতে উৎপাদন ব্যবস্থায় মূলধনের ব্যবহারজনিত যে ক্ষয় হয়, তা রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় বহন করতে হয় তাকে বুঝায়।