নিকাশ ঘরের কাজ ব্যাখ্যা কর?
উত্তর : নিকাশ ঘর হলো এমন একটি স্থান বা প্রতিষ্ঠান যেখানে একটি নিকাশ পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের পরস্পরের মধ্যে দেনা-পাওনা সংক্রান্ত হিসাবের নিষ্পত্তি করে। বিভিন্ন ব্যাংক চেক, ড্রাফট, হুন্ডি প্রভৃতি ভাঙানোর মাধ্যমে একে অন্যের নিকট পাওনাদার হয়। তখন কেন্দ্রীয় ব্যাংক এ লেনদেনের ‘নিকাশ ঘর’ হিসেবে পারস্পরিক দেনা-পাওনার হিসাব পরিশোধ করে।