কেন্দ্রীয় ব্যাংকের নিকাশঘর বলতে কী বোঝা?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংকের আন্তঃব্যাংক হিসাব নিষ্পত্তি করার কাজকে ‘নিকাশঘর’ হিসেবে আখ্যায়িত করা হয়।
দৈনন্দিন লেনদেনে কোনো ব্যাংক একসময় অন্য ব্যাংকের নিকট দেনাদার হয়ে পড়ে। আবার সেই ব্যাংক অন্য ব্যাংকের নিকট পাওনাদার হয়। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে চেকের মাধ্যমে এ ধরনের আন্তঃব্যংক দেনাপাওনা মিটিয়ে থাকে। আর কেন্দ্রীয় ব্যাংকের এরূপ কার্যাবলি নিকাশঘরের মাধ্যমে সম্পাদিত হয়।