উন্নয়ন বাজেট বলতে কী বোঝায়?
উত্তর : বাজেটের যে অংশে উন্নয়নমূলক কার্যক্রমের আয় ব্যয়ের হিসাব দেখানো হয়, তাকে উন্নয়ন বাজেট বলে।
উন্নয়ন বাজেটে বাংলাদেশ সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিস্তারিত বিবরণ, সম্ভাব্য ব্যয়ের পরিমাণ এবং অর্থসংস্থানের উৎসের বিবরণ লিপিবদ্ধ থাকে। এ বাজেটের মূল লক্ষ্য হলো পরিকল্পিত উপায়ে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন। এ বাজেটের আয় অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস হতে সংগৃহীত হয়। উন্নয়ন বাজেটের অর্থ ব্যয়ের খাতগুলো হলো কৃষি ও শিল্প উন্নয়ন, স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন, গৃহায়ন, বিদ্যুৎ ও জ্বালানি ইত্যাদি। –