শবেবরাতের ছন্দ এস এম এস (shab e barat status), শবে বরাত, শবে বরাত নিয়ে এসএমএস, শবে বরাত নিয়ে কিছু কথা, শবে বরাত নিয়ে স্ট্যাটাস, শবে বরাত নিয়ে হাদিস
১ টা দিন, ১ টা রাত। আজকে হলো শবে-বরাত। সকলকে দাও নামাজ এর দাওয়াত।
আল্লাহ কে ডেকো সারা রাত। মাফ হবে সকল পাপ। তা হলে পাবে জান্নাত। শুভ শবে-বরাত
সামনে আসছে শবে বরাত,
হালকা কর গোনাহ সব,
যদি কর পাপ চেয়ে নাও মাফ,
এসো নিয়ত করি,
আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি
“আর পড়ুনঃ” শবে বরাতের নামাজের এসএমএস মেসেজ sms 2022
শবে বরাতের sms,
sobe borat sms,
shobe barat sms 2022,
শবে বরাত এর sms 2022,
শবে বরাত নিয়ে sms,
sobe borat er sms bangla,
শবে বরাত বাংলা sms,
শবে বরাত এর এসএমএস,
“আর পড়ুনঃ” ২০২২ শবে বরাতের ছবি পিকচার ফটো পিক ডাউনলোড
আসিতেছে ১টি রাত,
নাম তার শবে বরাত,
তুলিবো আমরা দু’হাত
করিবো আমরা মুনাজাত,
আল্লাহ করবেন গুনাহ মাপ,
তোমাদের রইল দাওয়াত,
পালন করবে শবেবরাত
একটি মশার ভয়ে যদি অপনি
মাশারির
ভিতরে ঢুকতে পারেন , তাহলে
দোজকের আগুনের
ভয়ে কেন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে না।
“আর পড়ুনঃ” শবে বরাতের রোজা কয়টি ২০২২
শবেবরাতের ছন্দ এস এম এস (shab e barat status)
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে পবিত্র শবে বরাতের নামাজ যার যার বাসায় পড়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
তবে নামাজ পড়া থেকে কেউ বিরত থাকবেন না শবে বরাতের নামাজের
“আর পড়ুনঃ” শবে বরাতের নামাজের নিয়ত ও নিয়ম দোয়া
যদি কাঁদতে চাও,
তবে শবে বরাতের রাতে নামাজপড়ে আল্লাহরদরবারে কাঁদ,
কারণতোমার চোখের পানিরমূল্য কেউ না দিলেও,
আল্লাহ তোমারপ্রতি ফোঁটা অশ্রুরঅনেক মূল্য দেবেন।
নামাজ পড় মুসলিম বোন ও ভাই,নামজ ছারা দুনিয়াতে শান্তি নাই।
নামাজের কথা রেখো স্মরন,নামজ দিয়ে সাজাও জীবন।
নামাজ ছেরে করোনা ভুল,নামাজ হল ইবাদতের মূল. শুন মসলিম ভাই ও বোনেরা।
পাচঁ ওয়াক্ত নামাজ পড়,জীবনকে সুন্দর ভাবে গরে তোল।
আপনি জানেন কী?
১৪০০ বছর আগে থেকেইআপনাকে কেউ একজনভালোবাসে?
এখনও সেইমানুষটি আপনার জন্য এখনওকেঁদে যাচ্ছেন__আর সেইমানুষটি হলো আমাদেরপ্রিয় নবী____হযরতমুহাম্মদ(সাঃ)
“আর পড়ুনঃ” শবে বরাত অর্থ কি? জানার উপায়
ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ কে আমি ভালবাসি,
নদীর ঢেও পাখির গান কুরআন আমার সংবিধান সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা।
আসছে একটা রাত নাম তার শবেবরাত।তুলব আমাৱ দু হাত।
করবো আমার মোনাজাত।
আল্লাহ করবে গুনা মাপ।তোমাদেৱ রইল দাওয়াত।
পালন করব শবেবরাত।
আজ পবিত্র শবে বরাত, মুক্তি, ভাগ্য রজনী,
এ রাতের অনেক গুরুত্ব আমরা সবে জানি।
শবে বরাতের আরও নাম লাইলাতুল বরাত,
এরাতে সুন্নাত আমলসমুহে অনেক ফযিলত।
১,২,৩,নামাজ পড়ুন প্রতিদিন।
৪,৫,৬,নামাজ পড়তে নেই ভয়।
৭,৮,৯,নামাজে আল্লাহ খুশি হয়।
১০,১১,১২,তাই নামাজ পড়তে পার