ফিক্সড ডিপোজিট কি? যমুনা ব্যাংক ভাইভা প্রশ্ন (Fixed Deposit Receipt)
ফিক্সড ডিপোজিট আমরা যারা নিয়মিত ব্যাংকের সাথে লেনদেন করি তারাই নামটির সাথে বেশ পরিচিত। ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত হচ্ছে গ্রাহকের গচ্ছিত অর্থ ব্যাংক কর্তৃক প্রদত্র interest/profit হারে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখা। FDR টি মেয়াদপূর্ণ বা ম্যাচুরিটি হলে গ্রাহক চাইলে প্রফিট/ইন্টারেস্ট সহ সকল টাকা উত্তোলন করে নিতে পারবেন অথবা প্রফিট ও ইন্টারনেট যোগ করে পুনরায় নতুন মেয়াদের জন্য renue করতে পারবেন অথবা কেবল প্রফিট গ্রহণ করে মূল টাকা পুনরায় নতুন মেয়াদের জন্য ফিক্সড করে রাখতে পারবেন।