বান্দরের উন্নতিতে পশ্চাদভূমির ভূমিকা কী?
উত্তরঃ বান্দরের মাধ্যমে যে অঞ্চলের পণ্যদ্রব্য রপ্তানি ও প্রয়োজনীয় পণ্যদ্রব্য আমদানি করা হয় তাকে ঐ বন্দরের পশ্চাদভূমি বলে। পশ্চাদভূমি উদ্ধৃত অঞ্চলে হলে রপ্তানি আর ঘাটতি অঞ্চল হলে আমদানি বাণিজ্য বৃদ্ধি পায়। পশ্চাদভূমি যদি অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হয় তায়কে বন্দরের উন্নতি হয়। সুতরাং বন্দর গড়ে উঠার পিছনে পশ্চাদভূমি ভূমিকা অপরিসীম।