অপ্রচলিত পণ্যদ্রব্য বলতে কী বোঝায়?
উত্তরঃ যেসব পণ্যদ্রব্য সচরাচর আন্তর্জাতিক বাজের রপ্তানি করা হয় না তাকে অপ্রচলিত পণ্যদ্রব্য বলে।
বর্তমানে বাংলাদেশ কিছু অপ্রচলিত দ্রব্য বিদেশে রপ্তানি করছে। যেমনঃ তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, শাক-সবজি ও ফলমূল, হস্তশিল্পজাত দ্রব্য, জুতা সিরামিক দ্রব্য, দিয়াশলাই, চিটাগুড়, রেশম,ইলেকট্রনিক্স সামগ্রিক ইত্যাদি।