OPEC সংস্থার উদ্দেশ্য গুলো লেখো।
উত্তরঃ খনিজ তেল বা পেট্রোলিয়াম সমৃদ্ধ রাষ্ট্র গুলো নিয়ে ১৯৬০ সালে OPEC বা Organization of the Petroleum Exporting countries গঠিত হয়।
এই সংস্থার উদ্দেশ্য হলোঃ ১. খনিজ তেল সংক্রান্ত বাণিজ্য নীতি প্রণয়ন ;
২. সদস্য দেশগুলোর মধ্যে তেল উত্তোলন ও ব্যবহার সমন্বয় সাধন এবং
৩.তেল সংক্রান্ত স্বার্থ সুরক্ষা।