প্রিয় পরীক্ষার্থীবন্ধুরা তোমরা সবাই কেমন আছো। আজ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তারপরও সবার মধ্যে একটা সংশয় থেকে যায় MCQ অংশে কয়টা শুদ্ধ হয়েছে R কয়টা ভুল হয়েছে তা নিয়ে। তোমাদের এই সংশয় দূর করতে Janar upay টিমের উদ্যোগে সকল পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে জানারউপায় ডটকম এ। তোমাদের আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার বহুনির্বাচনী অংশের উত্তরমালা দেওয়া হবে
এস.এস.সি. পরীক্ষা-২০২০ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বাচনি অভীক্ষা
সেট গ
১)ওয়ার্ড প্রসেসর লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর কে কি বলে?
উত্তর: (ঘ)
২)স্প্রেডশিটে গুণ করার সূত্র কোনটি?
উত্তর: (ঘ) A1*B1
৩) কোন ওয়ার্ড ডকুমেন্ট টেবিল যোগ করার কমান্ড কোনটি?
উত্তর: (ক) insert-table- insert table
৪) সেইভ এ্যাজ এর মাধ্যমে কোনটি করা যায়?
উত্তর: (গ) একই ডকুমেন্টকে বিভিন্ন নামে সংরক্ষন করা
৫) উদ্দীপকে শিক্ষার্থীদের কাজের জন্য কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়?
উত্তর: (ক) পাওয়ারপয়েন্ট
৬) উক্ত সফটওয়ারের মাধ্যমে শিক্ষার্থীরা যা করতে পারে–
উত্তর: (ক) i ও ii
৭) ডাটাবেজ অপ্রয়োজনীয় রেকর্ড বাতিল করার কমান্ড কোনটি
উত্তর: (খ) নির্দিষ্ট রেকর্ড সিলেক্ট করে Home-Delete-yes
৮) Field size এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হবে?
উত্তর: (ক) Field size
৯) প্রজেন্টেশনে স্লাইড প্রদর্শন এ কিবোর্ড কমান্ড কোনটি?
উত্তর: (খ) F5
১০) ডেটাবেজ প্রোগ্রামের বৈশিষ্ট্য হলো—
উত্তর: (ঘ) i, ii, iii
১১) ডাটাবেজ সফটওয়্যার এ তথ্য সরবরাহ বা বিতরণ করা হয় কি আকারে?
উত্তর: (ক) রিপোর্ট
১২) পাত বা রেখা মোটা চিকন করার পরিমাপকে কি বলে ?
উত্তর: (গ) স্ট্রোক
১৩) ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিয়েছেন—
উত্তর: (ঘ) i, ii, iii
১৪) ভিডিও কার্যত এক ধরনের কি?
উত্তর: (খ) চিত্র
১৫) কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়?
উত্তর: (ক) ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্রাগমেন্টার
১৬) উদ্দীপকে উল্লেখিত দোকানের জন্য প্রয়োজন—
উত্তর: (খ) i, ii
১৭) রাইয়ান সাহেবের মূল্য পরিশোধর পদ্ধতি কোনটি?
উত্তর: (গ) Cod
১৮) ডেটাবেজ প্রোগ্রাম হল–
উত্তর: (ঘ) i, ii, iii
১৯) কোনটির মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ায়?
উত্তর: (গ) সিডি
২০) কম্পিউটারে not Enough memory মেসেজ দেখালে সমাধানের উপায় কি?
উত্তর: (গ) মাদারবোর্ড এ অধিক রাম ব্যবহার করতে হবে
২১)আলোক শিখার সাথে কাকে তুলনা করা হয়?
উত্তর: (খ)শিক্ষককে
২২) কিন্ডল (kindle) কী?
উত্তর: (গ)ই-বুক রিডারের নাম
২৩) ই গভর্নেন্স চালুর ফলে—
উত্তর: (ক) i, iii
২৪) কোনটি BSA (বিজনেস সফটওয়্যার এলায়েন্স) এর কাজ ?
উত্তর: (ক) মেধাস্বত্ব সংরক্ষণ
২৫) কোন ডকুমেন্ট এর শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করার কমান্ড কোনটি?
উত্তর: (খ) ফাইন্ড রিপ্লেস
যশোর বোর্ড ঘ সেট
১.ক
২.খ
৩.ঘ
৪.ক
৫.গ
৬.ঘ
৭.খ
৮.ক
৯.খ
১০.গ
১১.ঘ
১২.গ
১৩.গ
১৪.খ
১৫.গ
১৬.ঘ
১৭.ক
১৮.খ
১৯.ঘ
২০.ঘ
২১.ঘ
২২.গ
২৩.ক
২৪.ক
২৫.খ