ঈদ মোবারকের ছন্দ মেসেজ এস এম এস নতুন কবিতা
এলো রে এলো, ওই মাহে রমজান
মানবজাতির তরে আল্লহতায়ালার শ্রেষ্ঠ দান
পুণ্যের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান
জং গুলো সব ঝোরে গিয়ে,ঈমান করবে শাণ
রহমতেরই ডালি নিয়ে আসছে ওই। মাহে রমজান।
ঈদের ছন্দ,মাহে রমজানের মেসেজ,রোজা রাখার এস এম এস দিয়ে পিক,অগ্রীম রমজানের শুভেচ্ছা sms,ঈদ মোবারক ছন্দ মালা, ঈদ মোবারক ছন্দ ২০২০,অগ্রিম ঈদ মোবারক ছন্দ বাংলা,ঈদ মোবারক নিয়ে নতুন ছন্দ,eid mubarak bangla chondo,ঈদের নতুন ছন্দ কবিতা, ঈদের দাওয়াতের ছন্দ, ঈদের ছন্দ ২০২০,ঈদ উল আযহা ছন্দ নতুন,
“লাভের ছবি পিকচার ফটো Photo ডাউনলোড”এখানে ক্লিক করুন
প্লান একটাই,
এই রমজানে ৩০টি রোযা রাখবো।
আর আল্লাহর কাছে গুনাহ্ মাফ চাইবো।
রমযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান।
সেই ধনের বিনিময়ে পাব রোজাদারের পুরষ্কার,রাইয়্যান।
আল্লাহ্ তায়ালার দান, মোবারক হো.মোবারক হো মাহে রমজান ।
“ঈদ মোবারক এস এম এস ২০২০। ঈদুল ফিতরের এস এম এস ২০২০”এখানে ক্লিক করুন
সামনে আসছে রোজা,
হালকা কর গোনাহেরবোঝা,
যদি কর পাপচেয়ে নাও মাফ। এসো নিয়তকরি,
আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পরি।
ইয়া আল্লাহ।
এমন মৃত্যু দিওনা যেখানে রোগের ভয়ে মানুষ জানাযা পড়তে আসবে না।
“নামাজের এসএমএস ২০২০, ইসলামিক sms, জুমা মোবারক sms 2020”এখানে ক্লিক করুন
ভুলেও যেন একটি রোজা তোমার বন্ধু। না হয় ক্বাযা।
ফকীর নয় তারাবীর নামাযের পুণ্যের যেন হতে পারো রাজা।হেসে খেলে ভুল করে হায় । পেওনা ভুলের কঠিন সাজা।
যদি কাঁদতে চাও,
তবে নামাজপড়ে আল্লাহরদরবারে কাঁদ,
কারণতোমার চোখের পানিরমূল্য কেউ না দিলেও,
আল্লাহ তোমারপ্রতি ফোঁটা অশ্রুরঅনেক মূল্য দেবেন।
“বাংলালিংক এসএমএস On Net 30, 70, 200, 500 SMS 2020”এখানে ক্লিক করুন
বেশি বেশি দান করে ,দানের সওয়াব নিও তুলে।
তাহাজ্জুদের পুণ্য টুকু নিতে মন যেন না যায় ভুলে।
পড়বে কোরআন প্রতিদিন সুরের দরজা খুলে।।
সেই কোরআনের মধুর সুরে সবার মন উঠবে আনন্দে দুলে।
এক এক করে যাচ্ছে চলে মাহে রমযান,
কি করে দিবো আমি তার প্রতিদান।
ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত।
কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত।
গোলাপে এতো সুগন্ধ কেন?
নবীজির এক ফোঁটা ঘাম মোবারক পড়েছিল তাই।
পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সব চাইতে।
সহজ কাজ হল অন্যের সমলোচনা করা।
(হযরত আলী রাঃ)
কা বা ঘরে এক রাকাত।
নামাজ পড়লে।
এক লক্ষ রাকাত নামাজ পরার।
সওয়াব পাওয়া যায়।
শুভ রজনী, শুভ দিন রাখো রোযা ৩০দিন,
১১মাসের পাপ ১ মাসে করো ছাপ,
দিন যায় দিন আসে রোযা পাবেনা প্রতি মাসে।
তাই এই পবিত্র মাসে সবটি রোযা রাখো?
সবাইকে জানাই (পবিত্র রমজান মোবারক)
নামাজ কে কখনো কাজের দোহাই দিয়ো না।
হতে পারে এটাই তোমার শেষ নামাজ।
মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই,
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই।
যাকে তুমি আপন ভাবো সে হবে পর,
আপন হবে নামাজ, রোজা অন্ধাকার কবর।
শিশুরা যখন কথা বলতে শুরু করে
তখন তাকে কালেমা শিক্ষা দাও,
হযরত মোহাম্মদ (সাঃ)
রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ।
আল হাদিস