প্রশ্নঃ অনুমেয় তাপ কাকে বলে? এটি কত প্রকার ও কি কি?
উত্তরঃ যে তা প্রয়োগ বা শোষণ করলে পদার্থের অবস্থানের পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন ঘটায়,তাকে অনুমেয় তাপ বলে।
অনুমেয় তিন প্রকার, যথা-
ক) কঠিন পদার্থের অনুমেয় তাপ;
খ) তরল পদার্থের তাপ অনুমেয় তাপ ও
গ) বায়বীয় পদার্থের অনুমেয় তাপ।