কির্শফের সূত্র কি?
সরল বর্তনীতে ও’মের সূত্র প্রয়োগ করে বর্তনীর প্রবাহ, রোধ প্রভৃতি নির্ণয় করা যায়।
কিন্তু বর্তনী জটিল হলে ও’মের সূত্র তার জন্য যথেষ্ট হয় না।
যে কোনো বর্তনীর প্রবাহ, রোধ ইত্যাদি নির্ণয়ের জন্য কির্শফের দুটি সূত্র আছে। সূত্রগুলো নিচে দেয়া হলো:
প্রথম সূত্র : তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহমাত্রাগুলোর বীজগাণিতিক যোগফল শুন্য হয়।
দ্বিতীয় সূত্র : কোন আবদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ এবং তাদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের গুণফলসমূহের বীজগাণিতিক সমষ্টি ঐ বর্তনীর অন্তর্ভুক্ত মোট তড়িচ্চালক শক্তির সমান।
আপেক্ষিক রোধ ও তুল্য রোধ কাকে বলে?