মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ ও বৈশিষ্ট্য

মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ ও বৈশিষ্ট্য

যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। এ সকল প্রাণীর দেহের ভেতর কঙ্কাল থাকে। মানুষ ছাড়া সকল প্রাণীরই লেজ আছে। উদাহরণ: মানুষগরুছাগলপাখিমাছ ইত্যাদি।

মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য

কির্শফের সূত্র কি?

  • মেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড আছে। অর্থাৎ দেহের ভেতর কঙ্কাল থাকে।
  • পাখনা কিংবা পা থাকে।
  • মানুষ ছাড়া প্রায় সব মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে।
  • ফুলকা কিংবা ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চালায়।
  • মেরুদণ্ডী শ্রেণিভুক্তদের মধ্যে আছে—স্তন্যপায়ী, উভচর, মৎস, সরীসৃপ, পক্ষী ইত্যাদি।

About Post Author

Related posts