বুলিয়ান অ্যালজেবরা কী?
উত্তর: বুলিয়ান অ্যালজেবরা মূলত লজিকের সত্য অথবা মিথ্যা—এ দুটি স্তরের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
বুলিয়ান অ্যালজেবরার সত্য ও মিথ্যাকে বাইনারির ১ ও ০ দ্বারা পরিবর্তন করে নিতেই কম্পিউটারের সব গাণিতিক সমস্যা বুলিয়ান অ্যালজেবরার সাহায্যে করা সম্ভব হয়।
লজিকের সত্য ও মিথ্যা নির্ণয়ের অ্যালজেবরাকে বুলিয়ান অ্যালজেবরা বলে।