সমাজের মানুষের ক্ষমতার পুনরুদ্ধাকরণ বলতে কী বোঝায় ?
উত্তরঃ সমাজে বিদ্যমান অসহায় বিপদগ্রস্ত জনগণের নিজের স্বার্থকে প্রস্ফৃটিত করার মাধ্যমে নিজস্ব অবস্থার পরিবর্তন কে ক্ষমতার পুনরুদ্ধারকারণ বলা হয়। সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতার কারনে অসহায় জনগন
প্রকৃত আধিকার থেকে উপেক্ষিত। এসব মানুষের সমস্যা চিহ্নিত করে তা থেকে উত্তরণের পথ দেখায় সমাজকর্ম। ফলে তারা স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়। যার ফলে তারা সমাজের অপরাধ মানুষের মতো স্বাবলম্বী হয়ে ওঠে।