ব্যক্তি সমাজকর্মের প্রভেদক নীতি বলতে কী বোঝায়?

ব্যক্তি সমাজকর্মের প্রভেদক নীতি বলতে কী বোঝায়?

উত্তরঃ বিভিন্ন সমস্যার ক্ষেএে নিরূপিত বিভিন্ন অবস্থার আলোক প্রয়োগ যোগ্য নীতিকে ভিন্নধমী বা প্রভেদক নীতি বলা হয়।
যখন অনুধ্যান ও সমস্যা নিরূপণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি এবং তার সমস্যা সম্পর্কে সম্যক উপলব্ধি ও পযাপ্ত জ্ঞান অর্জন করে তখন তাকে ভিন্ন ধমী নীতি অনুসরণ করতে হয়। সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার ব্যক্তির সমস্যা, চাহিদা ও বাস্তব অবস্থা বিবেচনায় এনে বিভিন্ন ব্যক্তির জন্য পৃথক পৃথক সেবাদান ও সমাধান কৌশল অনুসরণ করা হয়।

Related posts