আনুষ্ঠানিক দল বলতে কী বোঝায়?
উত্তরঃ সাধারণত প্রাতিষ্ঠানিক দল বলতে সেই দলকে বোঝায় যা সমাজ কর্তৃক অণুমোদিত, স্থাপিত ও প্রতিষ্ঠিত হয়। এখন দলের সদস্যদের আচার- ব্যবহার এবং কর্মকান্ড সুনির্দিষ্ট ও বিধিবদ্ধ এবং এসব নিয়ম-কানুনের প্রতি দলের সকল সদস্য আনুগত্য প্রকাশ করে। যেমন-শ্রেণিকক্ষেরব ছাএ-ছাএী, রাজনৈতিক দল প্রভৃতি।