জনসমর্থনের আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ সম্পর্কে ধারণা দাও?

জনসমর্থনের আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ সম্পর্কে ধারণা দাও?

উত্তরঃ সামাজিক নীতি প্রণয়নের একটি ধাপ হলো জনসমর্থনের আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহন।
খসড়া নীতি অনুমোদন ও বিধিবদ্ধকরণের পর মূলত এ ধাপটি আসে। এ ধাপে খসড়া নীতি বাস্তবায়নে জনগণের সমর্থন ও অংশগ্রহন নিশ্চিত করার লক্ষ্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এ পর্যায়ে নীতির গ্রহণ যোগ্য তা ও উপযোগিতা বৃদ্ধি করতে বিভিন্ন গণমাধ্যম, যেমন- রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ইন্টারনেট, জরিপ প্রভৃতির মাধ্যমে নীতির সার্বিক দিক জনগণের সামনে তুলে ধরা হয় এবং জনসমর্থন আদায় ও জনসচেতনতা সৃষ্টিতে সভা, সেমিনার,প্রচার ইত্যাদি কার্যক্রমে পরিচালনা করা হয়।

Table of Contents

About Post Author

Related posts