বর্তমান বাংলাদেশ সমাজকর্ম শিক্ষার প্রাতিষ্ঠানিক কার্যক্রম বর্ণনা করো?
উত্তরঃ বর্তমান সময়ে বাংলাদেশে প্রাতিষ্ঠানিভাবে সমাজকর্ম শিক্ষার ব্যাপক প্রসার লাভ করেছে। ঢাকা, রাজশাহী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মের ওপর চার বছর মেয়াদি অনার্স,১ বছর মেয়াদি মাস্টার্সসহ এম,ফিল ও পিএইচডি কোর্স চালু রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩২টি কলেজে অনার্স এবং ১৭টি কলেজে মাস্টার্স কোস চালু রয়েছে। তাছাড়া উচ্চ মাধ্যমে পর্যাযে ঐচ্ছিক বিষয় হিসেবে সমাজকর্ম একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।