সরাইখানা বলতে কী বোঝায়?
উত্তরঃ সনাতন সমাজকল্যাণের প্রাতিষ্ঠানিক রূপ হলো সরাইখানা।
মধ্যযুগে যাতায়াতা ও যোগাযোগ ব্যবস্থা মোটেও উন্নত ছিল না। পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে বেশির ভাগ ক্ষেএে যাতায়াত করতে হতো। এছাড়া ও বিপদসঙ্কুল পথে যাতায়াত করতে হতো বলে পথিকদের রাএিযাপন, বিশ্রাম, খাওয়া – দাওয়া এবং অসুস্থতার জন্য আশ্রয়স্থলের প্রয়োজনীয়তা অণুভূত হওয়ার সরাইখানা স্থাপন করা হয়।