“হিমায়ন পদ্ধতিতে ফিটিংস এর গুরুত্ব অপরিসীম “-উক্তিটি ব্যাখ্যা কর?
উত্তরঃ হিমায়ন প্লান্টে পাইপিং সিস্টেমে পাইপ/ টিউব সংযোজন করার জন্য কতিপয় প্রয়োজনীয় খুরচা যন্ত্রাংশসমূহকে ‘ফিটিংস ” বলে। যেমন-সকেট,ইউনিয়ন, এলবো প্রভৃতি। পাইপিং সিস্টেমে ফিটিংস এর ভূমিকা অপরিসীম।
হিমায়ন পদ্ধতির বিভিন্ন অংশ যেমন- কম্প্রোসর, কন্ডেস্নার,ইভাপোরেটর প্রভৃতি পরস্পর সংযোগ এবং পাইপিং সিস্টেমের দিক পরিবর্তন করার জন্য ফিটিংস অবশ্যই ব্যবহার করতে হয়। ফিটিংস পর মাধ্যমে পাইপ/ টিউব সংযোগ এবং ইচ্ছামতো দিক পরিবর্তন করা সহজ হয়। সুতরাং পদ্ধতিতে ফিটিংস এর গুরুত্ব অপরিসীম।