মোটর কাকে বলে? এটি প্রধানত কত প্রকার ও কী কী?
উত্তরঃ যে বৈদ্যুতিক যন্ত্র ইলেকট্রিক্যাল শক্তিপ্রাপ্ত হয়ে চুম্বক শক্তিতে রুপান্তরের মাধ্যমে যান্ত্রিক বা ঘূর্ণায়মান শক্তির কাজ প্রদান করে,তাকে মোটর বলে।
মোটর প্রধানত দুই প্রকার, যথা-
ক) সিঙ্গেল ফেজ মোটর।
খ) থ্রী/মাল্টি ফেজ মোটর।