সতর্কতা ও প্রাথমিক চিকিৎসা,,প্রশ্নো ও উত্তর?
১) শ্রমিকজনিত দুর্ঘটনার হার কত?
উত্তরঃ ৭৫%।
২) কোন নিরাপত্তা ব্যবস্হাটি বেশি জরুরি?
উত্তরঃ দুর্ঘটনা রোধে সতর্কতা বিধি।
৩) রেফ্রিজারেশন ওয়ার্কশপে কোন ধরনের যন্ত্র রাখা হয়?
উত্তরঃ অগ্নিনির্বাপক যন্ত্র।
৪) ওয়ার্কশপে কাজ গুরুর পূর্বে ব্যবহৃত পোশাকের নাম কি?
উত্তরঃ অ্যাপ্রন।
৫) ডার্মাজিন ক্রিম কেন লাগাতে হয়?
উত্তরঃ পুড়ে গেলে।
৬) সামান্য রক্তক্ষরণ হলে কী ব্যবহার করতে হয়?
উত্তরঃ টিংচার।
৭) প্রত্যেক কমীর প্রত্যাশা কী?
উত্তরঃ স্বাচ্ছেন্দ্য ও নিরাপদভাবে কাজ করা।