পরিমাপ,,প্রশ্নো ও উত্তর?
১)বৈদ্যুতিক পাওয়ার কাকে বলে?
উত্তরঃ বিদ্যুৎ প্রয়োগ যে কাজ করা হয়, তার হারকে বৈদ্যুতিক পাওয়ার বা ক্ষমতা বলে।
২) ওয়াট মিটার দ্বারা কী পরিমাপ করা হয়?
উত্তরঃ বৈদ্যুতিক ক্ষমতা।
৩) বৈদ্যুতিক ক্ষমতা ডিসি এর নির্ণেয় সূএটি লেখ?
উত্তরঃ ডিসি এর ক্ষেত্রে ওয়াট = ভোল্টেজ × কারেন্ট।
৪) বৈদ্যুতিক ক্সমতা এসি নির্ণয়ের সূএটি লেখ?
উত্তরঃ এসি এর ক্ষেত্রে ওয়াট =ভোল্টেু × কারেন্ট × পাওয়ার ফ্যাক্টর।
৫) এক হর্স পাওয়ার (বিটিইউ) সমান কত ওয়াট?
উত্তরঃ ৭৪৬ ওয়াট।
৬) এক হর্স পাওয়ার (মেট্রিক) সমান কত ওয়াট?
উত্তরঃ ৭৩৫.৫ ওয়াট
৭) বৈদ্যুতিক এনার্জি নির্ণয়ের সূএটি কী?
উত্তরঃ বৈদ্যুতিক এনার্জি =ভোল্টেজ × কারেন্ট × পাওয়ার ফ্যাক্টর× সময়।
৮) এক ওয়াট সমান কত বিটিইউ?
উত্তরঃ ৩.৪১ বিটিইউ/ঘণ্টা
৯) বৈদ্যুতিক এনার্জি এর একক কী?
উত্তরঃ ওয়াট/সেকেন্ড
১০)এসি-এ সাধারণত পাওয়ার ফ্যাক্টর এর মান কত?
উত্তরঃ ০.৮ হতে ০.৯।
১১) রেফ্রজারেটরের ক্ষমতার একক কী?
উত্তরঃ ঘনফুট বা সিএফটি,লিটার।
১২) এক ঘনফুট সমান কত লিটার?
উত্তরঃ ২৮.৩৬ লিটার।