বাংলাদেশ কারিগরি বোর্ড, ঢাকা বেসিক ট্রেড ৩৬০ ঘণ্টা (৩ মাস) RAC

১) তিনটি রেফ্রিজারেশন টুলস এর নাম লেখ।
উত্তরঃ (ক) টিউব কাটার (খ) স্প্রিং টাইপ টিউব বোন্ডার (গ) পাইপ কাটার

২) অ্যাম্পিয়ার কাকে বলে?
উত্তরঃ কারেন্টের একককে অ্যাম্পিয়ার বলে।

৩) চাপ কাকে বলে?
উত্তরঃ কোন তলের উপর তরল, গ্যাস বা বায়ুর প্রযুক্ত বলকে চাপ বলে।

৪) লো প্রেসার কাকে বলে?
(অথবা) ভ্যাকুয়াম চাপ কি?

উত্তরঃ যে চাপ পরিমাপক যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপের ঊর্ধ্বে ও নিম্নচাপ পরিমাপ করা হয় তাকে লো প্রেসার বলে।

৫) SI পদ্ধতিতে সমুদ্র সমতলের চাপের পরিমাপ কত?
উত্তরঃ ১৪.৭ PSI বা ১.০৩kg/cm2

৬) গেজ চাপ বলতে কি বুঝায়?

উত্তরঃ চাপমান যন্ত্র দ্বারা যে চা পাওয়া যায় তাকে গেজ চাপ বলে।

৭) এক বার = কত প্যাসকেল?
উত্তরঃ ১০০ kpa

৮) চাপ প্রধানত কত প্রকার ও কি কি?

উত্তরঃ চাপ প্রধানত তিন প্রকার

(ক) বায়ুমন্ডলীয় চাপ
(খ) গেজ চাপ
(গ) পরম চাপ

৯) চাপ পরিমাপক যন্ত্রের নাম লেখ।

উত্তরঃ ব্যারোমিটার

১০) সেন্টিগ্রেড স্কেলে পানির হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক কত?
উত্তরঃ হিমাঙ্ক 0 ডিগ্রী C এবং স্ফুটনাঙ্ক ১০০ ডিগ্রি C

Table of Contents

About Post Author

Related posts