বাংলা ইমোশনাল পোস্ট কষ্টের এস এম এস
Prem তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় না। প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে জীবনকে অনুভব করা যায় না।
ভেজা ভেজা চোখ আমি
রোদ্দুরে শুকাবো
ভালোবাসি তোমারে
কি করে তা লুকাবো
১জন মানুষ দুটি কারনে সবচেয়ে
বেশি বদলে যেতে পারে
যখন তার জীবনে বিশেষ কেউ আসে
এবং যখন তার জীবন থেকে বিশেষ
কেউ হারিয়ে যায়
দেখে আসা এক রাস্তার ধারে
খুজে বেড়াই আমি তারে
দেয়না দেখা আমায় কভু
তার খেয়াল তুমি রেখো প্রভু

আমাকে বেশি দেখো না
খুব মনে পরবে
আমাকে কষ্ট দিও না
পরে নিজেই কষ্ট পাবে
আর আমাকে কাছে পেয়েও হারিও না
পরে সারা জীবন, কাঁদতে হবে
Plz Fb Friend তোমরা কি জানো সেই দোকানের ঠিকানা
যেখানে ভাঙ্গা মন যত্ন সহকারে মেরামত করা হয়

ভালোবাসা চিরদিনই বেঁচে থাকে
কখনো কবিতা হয়ে, কখনো Golpo হয়ে
কখনো স্মৃতি হয়ে, কখনো
আবার, কারো চোঁখের পানি হয়ে
আমি রাগ করি না, কারণ আমি জানি
আমার রাগের মূল্য নেই তোমার কাছে
পাহাড়ের উপর দারিয়ে আকাশ কে যতটা
কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়।
ঠিক তেমনি কোন মানুষ কে যতটা আপন  মনে হয়, আসলে সে কখনো ততটা আপন ৯

অভিমানি এই জীবন কেন থামে না
কান্না ভরা এই মন কিছু জানেনা
কষ্ট ভরা এই বুকে সীমাহীন বেদনা
R “সাথির” জন্য এই মন “সাথি” বুঝেনা.
আজ যে মাটি তোমার পায়ের নিছে আছে
কাল হয়ত সেই মাটি তোমার উপরে থাকবে
একটু ভাবো তো তুমি কী নিয়ে এত গর্ব করো
তুমি কেন এত অহংকার করো।
সাঁঝের বেলায় বসে আছি বৃষ্টির অপেক্ষায়
মেঘ করেছে বৃষ্টি হবে এটাই আশা R
এরই মধ্যে বেঁচে আছে কিছু ভালোবাসা
তাই শুধুই বসে বসে তোমার অপেক্ষা

জানিনা কিভাবে তোমার দেখা পাবো
জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো
জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়
শুধু জানি এই শাহিন রানা জীবন অনেক মিস করে তোমায়।
imosonal sms, imosonal লেখা photo, ইমোশনাল কষ্টের মেসেজ, ইমোশনাল sms, ইমোশনাল লেখা পিকচার, ইমোশনাল কষ্টের এসএমএস ২০২০,
একদিন চলে যাবো হয়তো দেখা হবে না
সপ্নে আসবো হয়তো চিনবে না দূর থেকে
ডাকবো হয়তো সারা দিবে না তাই দূর
থেকে বলছি আমায় ভুলে যেও না আমি শাহিন রানা জিবন তোমাকে অনেক ভালবাসে।


 
                            