গ্রামীন জীবনযাএায় হাটের ভূমিকা অসামান্য -ব্যাখ্যা করো?

গ্রামীন জীবনযাএায় হাটের ভূমিকা অসামান্য -ব্যাখ্যা করো?

উত্তরঃ গ্রামীন পরিসরে হাট হচ্ছে আর্থ-সামাজিক স্নায়ুকেন্দ্র।এ হাটের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী ভোগ্যসামগ্রী সংগ্রহ করতে সক্ষম হয়।বিভিন্ন আর্থিক কমকান্ড সম্পাদনের জন্য মানুষ হাটে গমন করে।
সাধারণত ভাবে হাটকে পণ্য বিনিময় কেন্দ্র হিসাবে চিহ্নিত করলেও ঐতিহ্যগতভাবে হাট হচ্ছে গ্রামীণ সংস্কৃতির ভিত্তি। পারস্পরিক কলহের বিচার বা মীমাংসা এই হাটে হতে দেখা যায়।এছাড়া হাটে যাএা,গান,ম্যাজিক,ইত্যাদি সংঘটিত হয় যা তাদের সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখে।সর্বোপরি গ্রামীণ জীবনযাএায় হাটের ভূমিকা অসামান্য।

Table of Contents

About Post Author

Related posts