JDC জেডিসি রেজাল্ট ২০১৯ মাদ্রসা বোর্ড JDC ফলাফল

JDC ফলাফল

JDC ফলাফল

জেডিসি এর পূর্নরূপ হচ্ছে “জুনিয়র দাখিল সার্টিফিকেট”। আসলে জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) বা জেডিসি একই ধরনের পরীক্ষা। কিন্তু জেএসসি পরীক্ষা জানার উপায় ডটকম ৯টি মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধিনে হয়ে থাকে অন্যদিকে জেডিসি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে হয়ে থাকে। উভয় পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হয় আবার প্রায় একই কারিকুলাম মেনে চলা হয়। দুটি পরীক্ষার কমন বিষয়গুলো হলো, বাংলা, ইংলিশ, অংক, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচিতি।

“JDC ফলাফল দেখতে”

এখানে ক্লিক করুন

জিডিসি পরীক্ষার রেজাল্ট ২০১৯ প্রকাশের তারিখ

জিডিসি পরীক্ষার রুটিন অনুসারে, নভেম্বরের ২ তারিখ ২০১৯ এ পরীক্ষা শরু হয়েছিলো আর শেষ হয়েছিলো ১৩ই নভেম্বর।

শতর্কতা: রেজাল্ট প্রকাশের তারিখ এখনও অফিসিয়াল ভাবে প্রকাশ করা হয়নি।

যেভাবে জিডিসি পরীক্ষার রেজাল্ট পাবেন

জুনিয়র দাখিল পরীক্ষার রেজাল্ট ২০১৯ দেখার অনেগুলো উপায় রয়েছে। প্রথমত হলো অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন অপরটি হলো এসএমএস এর মাধ্যমে দেখতে পাবেন। রেজাল্ট দেখার জন্য দুটি উপায়ই কার্যকর। জেডিসি পরীক্ষার রেজাল্ট দেখার উপায় জেএসসি পরীক্ষার রেজাল্ট দেখার মতই। কিন্তু এখানে কিছুটা পরিবর্তন রয়েছে। নিচের পদ্ধতি গুলো ভালোভাবে অনুসরন করুন। আমরা সকল পদ্ধতিই সঠিক ভাবে বর্ননা করার চেষ্টা করবো।

অনলাইনে যেভাবে জুনিয়র দাখিল পরীক্ষার রেজাল্ট দেখবেন

জেডিসি পরীক্ষার রেজাল্ট ২০১৯ দেখার জন্য নিচের ফর্মটি সঠিক ভাবে পূরোন করতে হবে। নিচের ফর্মে ৬টি তথ্য সঠিক ভাবে না দিলে আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন না।

১। প্রথমে আপনাকে Exammination এরিয়া থেকে JSC/JDC নির্বাচান করতে হবে।
২। এরপর Year এর জায়গায় আপনার পরীক্ষার সন নির্বাচন করুন।
৩। তারপরে Board এর ঘরে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটি নির্বাচন করুন।
৪। এবার আপনি আপনার Roll এর জায়গায় খুব সতর্কতার সাথে আপনার রোল নম্বর টাইপ করুন।
৫। সাবধানে Reg:No এর জায়গায় রেজিষ্ট্রেশন নম্বর লিখুন।
৬। একেবারে শেষে দুটি সংখ্যার যোগফল লিখতে হবে। যাকে Capcha থাকলে পুরন করব

সকল তথ্য সঠিক ভাবে দেয়া হলে রেজাল্ট দেখতে “Submit” বাটনে ক্লিক করুন। কিছুক্ষনের ভিতরেই আপনি আপনার পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন।

এসএমএস এর মাধ্যমে জেডিসি রেজাল্ট ২০১৯ দেখুন

আপনি এসএমএস এর মাধ্যমে রেজাল্ট। এটা খুবই সহজ পদ্ধতি। কেবলমাত্র আপনাকে আপনার মোবাইল ফোন থেকে মেসেজ পাঠাতে হবে। রেজাল্ট প্রকাশের পরে ফিরতি মেসেজের মাধ্যমে আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন।

প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে যান। এরপর নিচের মত করে একটি মেসেজ টাইপ করুন।
JDC ফলাফল

এবার মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে। ফিরতি মেসেজে আপনাকে আপনার রেজাল্ট জানিয়ে দেয়া হবে।

যেভাবে জুনিয়র দাখিল পরীক্ষার রেজাল্ট ২০১৯ মার্কশিট সহ দেখবেন

জুনিয়ার মাদ্রবোর্ডের মার্কশিট সহ রেজাল্ট দেখার এটি আর একটি পদ্ধতি। মার্কশিট সহ রেজাল্ট দেখতে নিচের ওয়েববেজ রেজাল্ট সিস্টেম থেকে আপনার সঠিক তথ্য দিতে হবে। সকল তথ্য ঠিকঠাক মত দেয়ার পরই কেবল আপনি মার্কশিট সহ রেজাল্ট দেখ পারবেন।
JDC ফলাফল

১। প্রথমে আপনাকে Examination এরিয়া থেকে JSC/JDC নির্বাচন করতে হবে।
২। তারপর আপনার পরীক্ষার সন অর্থৎ Year থেকে 2019 নির্বাচন করতে হবে।
৩। Board অপশন থেকে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটি নির্বাচন করুন।
৪। এবার যদি আপনি একক রেজাল্ট দেখতে চান তাহলে Result Type অপশন থেকে Individual Result নির্বাচন করুন।
৫। খুব সাবধানে Roll এর ঘরে আপনার জেডিসি পরীক্ষার রোল নম্বর লিখুন।
৬। এই পর্যায়ে আপনাকে Registration (Optional) ঘরে আপনার পরীক্ষার রেজিষ্টেশন নম্বর লিখুন। যদিও এটা অপশনাল বলা আছে কিন্তু আপনি যদি মার্কশিট দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে রেজিষ্টেশন নম্বর লিখতে হবে।
৭। এবার Security Key অপশনে ভালো করে সিকিউরিটি দেখে এর ঘরে টাইপ করুন। যদি সিকিউরিটি কি বুঝতে অসুবিধা হয় তাহলে অন্য আরএকটি কি দেখতে Reload লাল বাটনে ক্লিক করুন।
৮। সব তথ্য ঠিকঠাক থাকলে Get Result বাটনে ক্লিক করে মার্কশিট সহ রেজাল্ট দেখতে অপেক্ষা করুন।

“PSC পিএসসি রেজাল্ট ২০১৯ । SMS মাধ্যমে রেজাল্ট জানবো”

এখানে ক্লিক করুন

result of JDC 2019 দেখার নিয়ম, J D C ফলাফল 2019, EBE result পত্র জানার পদ্ধতি, JDC রেজাল্ট 2019 ফোনে বের করার উপায় কি, JDC পরিক্ষার ফলাফল 2019, JDC 2019 result জানার উপায়, প্রাথমিক পরিক্ষার রেজাল্ট ২০১৯ sms,
JDC 2019 এর রেজাল্ট ফলাফল প্রকাশ, JDC result 2019 janar upay, JDC ফলাফল 2019,যেভাবে JDC ফলাফল জানা যাবে এসএমএস এর মাধ্যমে, sms এর মাধ্যমে JDC রেজাল্ট, JDC রেজাল্ট নিউজ, JDC result 2019, jsc পরীক্ষার ফলাফল 2019,jsc পরীক্ষার ফলাফল 2019, জেএসসি রেজাল্ট ২০১৯

About Post Author

Related posts