প্রিয় পরীক্ষার্থীবন্ধুরা তোমরা সবাই কেমন আছো। আজ তোমাদের দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তারপরও সবার মধ্যে একটা সংশয় থেকে যায় MCQ অংশে কয়টা শুদ্ধ হয়েছে R কয়টা ভুল হয়েছে তা নিয়ে। তোমাদের এই সংশয় দূর করতে জানারউপায় টিমের উদ্যোগে সকল পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে জানারউপায় ডটকম এ। তোমাদের আজকের বাংলা ২য় পরীক্ষার বহুনির্বাচনী অংশের উত্তরমালা দেওয়া হবে
এস.এস.সি. পরীক্ষা-২০২০
বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
১)কোন বাক্যটিতে যোগিক ক্রিয়াপদ রয়েছে?
উত্তর মালা 2020: তুমি এখন যেতে পার
২)কোনটি অগ্র দন্তমূলীয বর্গ?
উত্তর মালা 2020: থ
৩)বিগড় ধাতুটি কী অর্থে ব্যবহৃত হয়?
উত্তর মালা 2020: নষ্ট হওয়া
৪)বাংলায় ঋ কে কী বলা যায় না?
উত্তর মালা 2020: স্বরধ্বনি
৫)কোনটি পর্বত শব্দের সমার্থক শব্দ?
উত্তর মালা 2020: অদ্রি
৬)অম্বেষণ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী
উত্তর মালা 2020: অনু + এষণ
৭)এ দেশের মাঝে একদিন সব ছিল। এখানে মাঝে অনুসগটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর মালা 2020: একদেশিক
৮)বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
উত্তর মালা 2020: নেত্রী
৯)কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরন দেওয়া হয়েছে?
উত্তর মালা 2020: পাগল কী না বলে
১০)সমন্ধ পদ বাক্যে কোথায় বসে?
উত্তর মালা 2020: বিশেষ্যের পুর্বে
১১)কোন গুচ্চের সবগুলো ধাতু অসুম্পু্র্ণ ধাতু?
১২)অনেক ব্যাকরণবিদ বাংলা ব্যাকরণে কোন কারক স্বীকার করেন না?
উত্তর মালা 2020: সম্প্রদান কারক
১৩)কাছা ঢিলা – বাগধারটির অর্থ কী?
উত্তর মালা 2020: অসাবধান
১৪)রোগ হলে ওষুৎ খাবে। — কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
উত্তর মালা 2020: বিধান অর্থে
১৫)নিচের কোনটি দেশি শব্দ?
উত্তর মালা 2020: ডাব
১৬)বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কী কী?
উত্তর মালা 2020: ঐ এবং ঔ
১৭)কোন কোন ধ্বনি উচ্চারনের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়। এরুপ ধ্বনি কে কী বলে?
উত্তর মালা 2020: মহাপ্রাণ
১৮০আশ্রিত খন্ডবাক্য কত প্রকার?
উত্তর মালা 2020: তিন প্রকার
১৯)ভাববাচক বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়?
উত্তর মালা 2020: আও
২০)সে দিন কি আর আসবে? –বাক্য আর অব্যয় কী অর্থ ব্যবহার হয়েছে?
উত্তর মালা 2020: নিরাশায় অর্থে
২১)কোনটি ফারসি শব্দ?
উত্তর মালা 2020: খোদা
২২)কোনটিতে যুক্ত অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর মালা 2020: টেকো
২৩)উপপদ তৎপুরুয় সমাসের কোনটি/
উত্তর মালা 2020: জলন
২৪)আমাকে সাহয্য করুন—কী অর্থে অনজ্ঞার ব্যবহার হয়েছে?
উত্তর মালা 2020: অনুরোধ
২৫)ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি – এর সংকুচিত রুপ হলো
উত্তর মালা 2020: ইতিহাসবেত্তা
২৬)সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহৃ বসে?
উত্তর মালা 2020: হাইফেন
২৭)বিপনাপন্ন – কোন তৎপুরুষ সমাস?
উত্তর মালা 2020: দ্বিতীয়া
২৮)সমধাতুর কর্মপদের উদাহরণ কোনটি?
উত্তর মালা 2020: বেশ এক ঘুম ঘুমিয়েছি
২৯)বাঁশি বাজে ঐ মধুর লগনে – এটা কোন বাচ্যের উদাহরণ?
উত্তর মালা 2020: কর্মকর্তৃবাচ্য
৩০)একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
উত্তর মালা 2020: স্বরসঙ্গতি
সকল শিক্ষা বোর্ডের নাম সমূহঃ ঢাকা বোর্ড,কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড,ময়মনসিংহ বোর্ড, মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড,
সেট ক খ গ ঘ
কুমিল্লা বোর্ড 2020 MCQ উত্তর মালা বাংলা ২য় পত্র,বাংলা ১ম এস এস সি কুমিল্লা বোর্ড mcq উওর 2020,কুমিল্লা বোর্ড 2020 বাংলা প্রথম পত্রের নৈবেত্তিক,কুমিল্লা বোর্ড 2020 সালের SSC পরিক্কার বাংলা ১ম পএ MCQএর উত্তর,কুমিল্লা বোর্ড বাংলা দ্বিতীয় পএ ২০২০,
ssc mcq উত্তরমালা 2020, ssc mcq এস এস সি উত্তর মালা ২০২০, এস এস সি পরিক্ষা ২০২০ এর উত্তর মালা, এস.এস.সি পরিক্ষা ২০২০ এর উত্তর মালা – ইংরেজি ২য় পত্র, বাংলা ২য় পত্র উত্তর মালা 2020 mcq, বাংলা ২য় পত্র উত্তর মালা ২০২০, www s s c mcq বাংলা ২য়, বাংলা ২য় উত্তর নৈব্যত্তিক ssc 2020, ssc mcq 2020,এম.সি.কিউ বাংলা ২য় পত্র উত্তর মালা ssc,ssc 2020 ইংরেজি ১ম পত্র mcq, বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ সমাধান ২০২০