রক্ষিত আয় বিবরণী কাকে বলে?

রক্ষিত আয় বিবরণী

রক্ষিত আয় বিবরণী কাকে বলে? (What is retained earning statement?)

কোম্পানির অর্জিত নিট আয়ের বিভিন্ন খাতে বণ্টন দেখিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রক্ষিত আয় বিবরণী বলা হয়। রক্ষিত আয় বিবরণীতে বিগত বছরের আয়ের সাথে চলতি হিসাবকালের নিট আয় যোগ করে এটা হতে প্রদত্ত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, বিভিন্ন Fund সৃষ্টি বাদ দিয়ে দেখাতে হয়। রক্ষিত আয় বিবরণীর ব্যালেন্স Stockholders equity এর আওতায় উদ্বর্তপত্রে দেখাতে হয়।
নিচে রক্ষিত আয় বিবরণীর একটি নমুনা দেখানো হলো:

রক্ষিত আয় বিবরণী

About Post Author

Related posts