Dinajpur Board ICT MCQ SSC Exam 2020 উত্তরমালা

SSC MCQ 2020 তথ্য

প্রিয় পরীক্ষার্থীবন্ধুরা তোমরা সবাই কেমন আছো। আজ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তারপরও সবার মধ্যে একটা সংশয় থেকে যায় MCQ অংশে কয়টা শুদ্ধ হয়েছে R কয়টা ভুল হয়েছে তা নিয়ে। তোমাদের এই সংশয় দূর করতে Janar upay টিমের উদ্যোগে সকল পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে জানারউপায় ডটকম এ। তোমাদের আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার বহুনির্বাচনী অংশের উত্তরমালা দেওয়া হবে

এস.এস.সি. পরীক্ষা-২০২০ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বাচনি অভীক্ষা

সেট গ

১)ওয়ার্ড প্রসেসর লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর কে কি বলে?
উত্তর: (ঘ)

২)স্প্রেডশিটে গুণ করার সূত্র কোনটি?
উত্তর: (ঘ) A1*B1

৩) কোন ওয়ার্ড ডকুমেন্ট টেবিল যোগ করার কমান্ড কোনটি?
উত্তর: (ক) insert-table- insert table

৪) সেইভ এ্যাজ এর মাধ্যমে কোনটি করা যায়?
উত্তর: (গ) একই ডকুমেন্টকে বিভিন্ন নামে সংরক্ষন করা

৫) উদ্দীপকে শিক্ষার্থীদের কাজের জন্য কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়?
উত্তর: (ক) পাওয়ারপয়েন্ট

৬) উক্ত সফটওয়ারের মাধ্যমে শিক্ষার্থীরা যা করতে পারে–
উত্তর: (ক) i ও ii

৭) ডাটাবেজ অপ্রয়োজনীয় রেকর্ড বাতিল করার কমান্ড কোনটি
উত্তর: (খ) নির্দিষ্ট রেকর্ড সিলেক্ট করে Home-Delete-yes

৮) Field size এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হবে?
উত্তর: (ক) Field size

৯) প্রজেন্টেশনে স্লাইড প্রদর্শন এ কিবোর্ড কমান্ড কোনটি?
উত্তর: (খ) F5

১০) ডেটাবেজ প্রোগ্রামের বৈশিষ্ট্য হলো—
উত্তর: (ঘ) i, ii, iii

১১) ডাটাবেজ সফটওয়্যার এ তথ্য সরবরাহ বা বিতরণ করা হয় কি আকারে?
উত্তর: (ক) রিপোর্ট

১২) পাত বা রেখা মোটা চিকন করার পরিমাপকে কি বলে ?
উত্তর: (গ) স্ট্রোক

১৩) ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিয়েছেন—
উত্তর: (ঘ) i, ii, iii

১৪) ভিডিও কার্যত এক ধরনের কি?
উত্তর: (খ) চিত্র

১৫) কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়?
উত্তর: (ক) ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্রাগমেন্টার

১৬) উদ্দীপকে উল্লেখিত দোকানের জন্য প্রয়োজন—
উত্তর: (খ) i, ii

১৭) রাইয়ান সাহেবের মূল্য পরিশোধর পদ্ধতি কোনটি?
উত্তর: (গ) Cod

১৮) ডেটাবেজ প্রোগ্রাম হল–
উত্তর: (ঘ) i, ii, iii

১৯) কোনটির মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ায়?
উত্তর: (গ) সিডি

২০) কম্পিউটারে not Enough memory মেসেজ দেখালে সমাধানের উপায় কি?
উত্তর: (গ) মাদারবোর্ড এ অধিক রাম ব্যবহার করতে হবে

২১)আলোক শিখার সাথে কাকে তুলনা করা হয়?
উত্তর: (খ)শিক্ষককে

২২) কিন্ডল (kindle) কী?
উত্তর: (গ)ই-বুক রিডারের নাম

২৩) ই গভর্নেন্স চালুর ফলে—
উত্তর: (ক) i, iii

২৪) কোনটি BSA (বিজনেস সফটওয়্যার এলায়েন্স) এর কাজ ?
উত্তর: (ক) মেধাস্বত্ব সংরক্ষণ

২৫) কোন ডকুমেন্ট এর শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করার কমান্ড কোনটি?
উত্তর: (খ) ফাইন্ড রিপ্লেস

ঘ সেট

১.ক
২.খ
৩.ঘ
৪.ক
৫.গ
৬.ঘ
৭.খ
৮.ক
৯.খ
১০.গ
১১.ঘ
১২.গ
১৩.গ
১৪.খ
১৫.গ
১৬.ঘ
১৭.ক
১৮.খ
১৯.ঘ
২০.ঘ
২১.ঘ
২২.গ
২৩.ক
২৪.ক
২৫.খ

কৃষি শিক্ষা mcq উত্তরমালা দিনাজপুর বোর্ড ২০২০, কৃষি শিক্ষা mcq উত্তরমালা রাজশাহী বোর্ড ২০২০, কৃষি শিক্ষা mcq উত্তরমালা যশোর বোর্ড ২০২০, কৃষি শিক্ষা mcq উত্তরমালা কুমিল্লা বোর্ড ২০২০, কৃষি শিক্ষা mcq উত্তরমালা সিলেট বোর্ড ২০২০, কৃষি শিক্ষা mcq উত্তরমালা বরিশাল বোর্ড ২০২০, কৃষি শিক্ষা mcq উত্তরমালা ময়মনসিংহ বোর্ড ২০২০, কৃষি শিক্ষা টিকের সটিক উওর 2020 এস এস সি

About Post Author

Related posts