কৃষি শিক্ষা MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২০

কৃষি শিক্ষা mcq 2020

প্রিয় পরীক্ষার্থীবন্ধুরা তোমরা সবাই কেমন আছো। আজ তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তারপরও সবার মধ্যে একটা সংশয় থেকে যায় MCQ অংশে কয়টা সটিক হয়েছে। তোমাদের এই সংশয় দূর করতে Janar upay টিমের উদ্যোগে সকল পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে জানার উপায় ডটকম এ। তোমাদের আজকের Agricultural education পরীক্ষার বহুনির্বাচনী অংশের উত্তরমালা দেওয়া হবে

এস.এস.সি. পরীক্ষা-২০২০ কৃষি শিক্ষা
বহুনির্বাচনি অভীক্ষা
পরিক্ষার তারিখ ১৩/০২/২০২০

সেট (গ) কৃষি শিক্ষা বহুনির্বাচনীর উত্তরমালা সকল বোর্ড | SSC exam 2020 Agriculture krisi Solution MCQ

১.কোন ফসলের কালো পট্টি রোগ দেখা যায়?
উত্তরঃ (গ) বেগুন

২.স্বাভাবিক সীমা থেকে PH এর মান বেশি হলে পুকুরের পানিতে দিতে হবে
উত্তরঃ (খ) i,iii

৩.নিচের কোনটি ত্রিফলা?
উত্তরঃ (ক) থানকুনি তুলসী কালমেঘ

৪.উদ্দীপকে উল্লেখিত বিশেষ পদ্ধতিতে ব্যবহৃত উপাদান সমূহ হল—
উত্তরঃ (গ)সাইলেজ

৫. উদ্দীপকে গবাদি পশুর কোন খাবারের কথা বলা হয়েছে?
উত্তরঃ (গ) ii, iii

৬.নিচের কোন মাছটি মৌসুমী পুকুরে চাষ উপযোগী?
উত্তরঃ (ক) সিলভার কাপ

৭.মাটির গঠন ও প্রকৃতি অনুযায়ী ৩০টি কৃষি পরিবেশ অঞ্চল কে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ (গ) ৫ টি

৮. বিজের সতেজতা পরীক্ষার মাধ্যমে কি নির্ণয় করা হয়?
উত্তরঃ (ক) প্রতিকূল পরিবেশে অঙ্কুরোদগম ক্ষমতা

৯.মাছ চাষে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ (খ) তৃতীয়

১০.কোন সবজি চাষে কম নাইট্রোজেন সারের প্রয়োজন হয়?
উত্তরঃ (ঘ) শিম

১১.পারিবারিক বয়লার মুরগি খাওয়ায় নিচের কোনটি উপাদানটি চলমান খরচ সবচেয়ে কম?
উত্তরঃ (গ) পরিবহন

১২.বাংলাদেশের কোন অঞ্চলে মাটিতে লবণাক্ততার প্রভাব দূরত্ব বাড়ছে?
উত্তরঃ (খ) দক্ষিণাঞ্চল

১৩.সাধারন কোন সময় পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়
উত্তরঃ (ক) সকালে

১৪.’x’ সাহেবের গাছের গোড়া ডেকে রাখার পদ্ধতি কোনটি?
উত্তরঃ (ক) ট্রেনিং

১৫.উক্ত পদ্ধতির সুবিধা গুলো হলো—
উত্তরঃ (গ) i, ii, iii

১৬.ধানের গোড়ায় বসে এক ধরনের ফড়িং পোকা রস শুষে খেলে কোন কীটনাশক প্রয়োগ করতে হয়?
উত্তরঃ (ঘ) ম্যালাথিয়ন ৫৭

১৭.নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য?
উত্তরঃ (গ) ফিসমিল

১৮.১৯৭৩ সালে কোন সংরক্ষণ আইন প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ (গ)বন্যপ্রাণী

১৯.নির্দিষ্ট সময় পর্যন্ত পানির নিচে থাকা অবস্থায়ও ধান গাছ মরে না যাওয়ার কারণ হলো—
উত্তরঃ (ঘ) i, ii, iii

২০.কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে কোন সমযবায় টি অধিক কার্যকর?
উত্তরঃ (গ) কৃষি উৎপাদন সমবায়

২১. চিত্রে A চিহ্নিত অংশটি কৃষি জমির বহুবিধ ব্যবহারে কি অংশ?
উত্তরঃ (গ) ডোবা

২২.উদ্দীপকের কৃষি জমিতে চাষ করা যায়–
উত্তরঃ (খ) i, iii

২৩.পুকুরের কয়টি স্থান থেকে মাছের সম্পূরক খাদ্য দিতে হয়?
উত্তরঃ (খ) ৩-৪

২৪.পুকুরে মাছের রোগ জনিত ঝুঁকি দেখা দিলে প্রথমে কি করা প্রয়োজন?
উত্তরঃ (খ)চুন প্রয়োগ

২৫.১৫ শতাংশ জমিতে বেগুন চাষের জন্য কত কেজি গোবর সার প্রয়োজন?
উত্তরঃ (গ) ৬০০ কেজি

এস.এস.সি. পরীক্ষা-২০১৯
কৃষি শিক্ষা
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)

১।বীজকে পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য বীজের আদ্রতা কত থাকা প্রয়োজন ? উ: (ক) ১২%
২। কোন বনে অধিকাংশ উদ্ভিদ উর্ধ্বমুখী বায়বীয় মূল আছে? উ: (গ) ম্যানগ্রোভ বন।
৩।ভূমিক্ষয় রোধে কোন ফসল চাষ করা উচিত ? উ: (খ) চিনাবাদাম ও মাসকলাই।
৪।সকালে শিশির ভেজা অবস্থায় কোন ফসল সংগ্রহ করা হয়? উ: (ঘ)সরিষা।
৫।লিগুউম জাতীয় ঘাসে সাধারণ ঘাসের তুলনায় কোন খাদ্য উপাদান বেশি পরিমাণ থাকে ? উ: (খ)প্রোটিন।
৬। আখের কোন জাতটি একাধিক পরিবেশে অভিযোজনে সক্ষম ? উ: (খ)ঈশ্বরদী-৩৭
৭।ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ কোনটি? উ: (গ)সুন্দরী।
৮। ঝুঁকিপূর্ণ কর্তন প্রক্রিয়া হলো- উ: (ক) iওii
৯। কোন চিত্রটিতে কাঠের পরিমাণ কম হবে? উ: (ঘ)চিত্র’D’
১০।কোন ভূমিক্ষয়ের কারণে জমির উর্বরতা হ্রাস পায়? উ: (খ) আস্তরণ ভূমিক্ষয়।
১১। দুই রঙা গোলাপের জাত কোনটি ? উ: (ঘ)আইক্যাচার।
১২। আবহাওয়ার কোন পরিবেশে পাট দ্রুত পচে? উ: (ক)গরম পরিবেশে।
১৩। নিচের কোন উদ্ভিদটি ব্যবহার উপযোগী হতে সময় বেশি লাগে? উ: (ঘ)জারুল।
১৪। মৎস্য খামারে পুকুরে পোনা মজুদকালীন সময়ে নিচের কোন উপকরণটি প্রয়োজন? উ: (গ) থার্মোমিটার
১৫।প্রিয়া মনি দুই সপ্তাহে মোট কী পরিমাণ খাদ্য ব্রয়লার মুরগীকে দেয়? উ: (খ)৬৩ কেজি।
১৬। প্রিয়া মনির চলমান ব্যয় সবথেকে কম হয়- উ: (ক)i
১৭। কৃষি সমবায়গুলো কীরূপ হওয়া উচিত ? উ: (ক)অঞ্চলভিত্তিক।
১৮। ক্ষুদ্র কৃষক আবু কৃষিপণ্য বিক্রি করে উপযুক্ত মূল্য পায় না।সমস্যা সমাধানে আবুকে গ্রামে কোন সমবায় সমিতির সদস্য হতে হবে ? উ: (ঘ)কৃষিপণ্যবাজারজাতকরণ সমবায়।
১৯। ধানের কোন জাতটি প্রতিকূল পরিবেশে সবচেয়ে বেশি কার্যকর? উ: (খ)ব্রি ধান ৪৭
২০। কৃষি সমবায় প্রক্রিয়ায় অনেক জমিকে কী করা হয়? উ: (খ)একই ব্যবস্থাপনার আওতায় আনা হয়।
২১। মানুষ সম্মিলিত ভাবে বসতভিটা,পুকুর, নদী ও অন্যান্য জলাশয়ের পাশে কোন বন গড়ে তোলে? উ: (ক)গ্রামীণ বন।
২২। হিটুর পুকুরে ২-৩ মাস মেয়াদে চাষের জন্য কোনটি উপযুক্ত – উ: (গ) ধানী পোনা
২৩।প্রথম অবস্থায় পানির গভীরতাজনিত কারনে মাছের উৎপাদন বেশি ক্ষতিগ্রস্ত হয়? উ: (গ)ii,ওiii
২৪। কোন ধরনের মাটিতে পুকুরের ঢালের অনুপাত বেশি করতে হয়? উ: (গ)বেলে মাটি।
২৫। জার্সি জাতের সংকর গাভী দৈনিক কত লিটার দুধ দেয়? উ: (গ)১৫-২০ লিটার।

এস.এস.সি. পরীক্ষা-২০১৮
কৃষি শিক্ষা
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)

১. যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাকে কি বলে?
উত্তর: (ক) কৃষি প্রযুক্তি
২. কোন ফসলের ক্ষেত্রে হাম পুলিং করা হয়?
উত্তর: (গ) আলু
৩. নিচের কোনটি জমিতে অধিক মাত্রায় প্রয়োগ করলে মাটির দানাবন্ধ ভাল হয়?
উত্তর: (ঘ) জৈব পদার্থ
৪. হে তৈরির জন্য নিচের কোনটি বেশী উপযোগী?
উত্তর: (ক) মাসকলাই
৫. মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রনণয় করা হয়?
উত্তর: (খ) ১৯৫০
৬. জলবায়ু পরিবর্তনের কারণে_
উত্তর: (ক) i,ii
৭. কিরণ ও দিশারী কোন ফসলের জাত?
উত্তর: (ঘ) ধান
৮. ধান গাছের মাঝডগা সাদা ও ধানের শীষে সাদা চিটা হয় কোন পোকার আক্রমণে?
উত্তর: (খ) মাজরা পোকা
৯. জহির সাহেব কয়টি উন্নত জাতের হাস পালন করতে পারবেন?
উত্তর: (খ) ৭০টি
১০. জহির সাহেবের হাস ও মাছের সমন্বিত চাষের ফলে__
উত্তর: (ঘ) i,ii,iii
১১. কোন মাছ মধ্য স্তরে খাদ্য গ্রহণ করে?
উত্তর: (খ) রুই
১২. গাভীর রাফেজ জাতীয় খাদ্য?
উত্তর: (ঘ) কাঁচা ঘাস
১৩. আম উৎপাদনে বাংলাদেশের স্থান কত?
উত্তর: (ঘ) অষ্টম
১৪. কোনটি ভিটামিন সি সমৃদ্ধ?
উত্তর: (ক) আমলকী
১৫. মিজান সাহেবের চারার সংখ্যা?
উত্তর: (খ) ৪৫০০
১৬. মিজান সাহেবর বীজগুলো সংগ্রহ করেছিলেন-
উত্তর: (গ) ii,iii
১৭. নার্সারিতে কোনটি জীবন্ত গাছের বেড়া হিসেবে ব্যবহার করা হয়?
উত্তর: (গ) দুরন্ত
১৮. গোল কাঠ পরিমাপে সঠিক আয়তনে সূত্রটি কে আবিষ্কার করেন?
উত্তর: (গ) নিউটন
১৯. কোনটি ছাড়া কৃষিকাজ সম্ভব নয়?
উত্তর: (ঘ) পানি
২০. সমবায়েরর ভিত্তিতে নিরাপদ পানি
উত্তর: (খ) জলাধার
২১. কৃষি সমবায়ের মূল শর্ত কী?
উওর: (ক) বিনিয়োগ ও বন্টন
২২. দুধ একবার গরম করলে কত ঘন্টা ভালো থাকে?
উওর:(গ) ৪
২৩. ১০ শতকের একটি পুকুরের পানির উপরের লাল স্তর দূর করতে কত গ্রাম তুতের প্রয়োজন?
উওর: (ক) ১২০-১৫০ গ্রাম
২৪. রতন পোনা পরিবহনে পলিব্যাগের পানিতে নিচের কোনটি ব্যাবহার করেছিলেন?
উওর: (খ) অক্সিজেন
২৫. পোনাগুলোকে গোসল করানোর কারন-
উওর: (খ) i,iii

কৃষি শিক্ষা mcq উত্তর মালা দিনাজপুর বোর্ড ২০২০, কৃষি শিক্ষা mcq টিক রাজশাহী বোর্ড ২০২০, কৃষি শিক্ষা mcq উত্তর যশোর বোর্ড ২০২০, কৃষি শিক্ষা mcq উত্তরমালা কুমিল্লা বোর্ড 2020, কৃষি শিক্ষা mcq উত্তরমালা সিলেট বোর্ড ২০২০, কৃষি শিক্ষা mcq সেট ক বরিশাল বোর্ড ২০২০, কৃষি শিক্ষা mcq উত্তরমালা ময়মনসিংহ বোর্ড ২০২০, কৃষি শিক্ষা টিকের সটিক উওর 2020 এস এস সি, এস এস সি 2020 নৈব্যত্তিক প্রশ্নের উত্তর,ssc কৃষি শিক্ষা mcq 2020,
কৃষি শিক্ষা প্রশ্ন ২০২০ s s c,এসএসসি কৃষি শিক্ষা MCQ প্রশ্ন ও সমাধান ২০২০,ssc agriculture education mcq questions and solutions 2020 সেট ক খ গ ঘ, Dhaka Board, Rajshahi Board, Comilla Board, Jessore, solve, Chittagong Board, Barisal Board, Sylhet Board, Dinajpur Board,ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা MCQ উত্তরমালা এস.এস.সি ২০২০, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা MCQ উত্তরমালা ssc exam 2020

About Post Author

Related posts