Dhaka Board Islam MCQ Question Solution 2020

ইসলাম শিক্ষা MCQ উত্তরমালা

তারিখ 15/02/2020

সেট (খ) ঢাকা বোর্ড

১.কোন যুদ্ধে সর্বাধিক হাফিযে কুরআন শাহাদত বরণ করেণ?
উত্তরঃ (খ) ইয়ামামা

২. মুজামুল বুলদান গ্রন্হখানা কার লেখা?
উত্তরঃ (খ)ইয়াকুত ইবনে আব্দুল্লাহ

৩.হাদিসে কোন গুনটিকে পুরোটাই কল্যাণময় বলা হয়েছে?
উত্তরঃ (ক)তাকওয়া

৪. ইমানের মুল বিষয় কয়টি?
উত্তরঃ (ঘ)সাত

৫. ইমাম আবু হানিফা (র) কে ইসলামী আইন শাস্ত্রের জনক বলা হয় ?
উত্তরঃ (খ) ফিকার , শাস্ত্রে অবদানের জন্য

৬ আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?
উত্তরঃ (গ)রিসালাত

৭. .নবীজির একজন অধীনস্হ কর্মচারিকে কত বার ক্ষমা করার কথা বলেছেন
উত্তরঃ (গ)৭০

৮. ইমান ও কুফরের পার্থকারী কোনটি?
উত্তরঃ (গ)সালাত

৯.রিফাতের কর্মকান্ডে আখলাখে যামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে?
উত্তরঃ (খ) হিংসা

১০. আল্লাহ কিছু বস্তু হালাল ও কিছু বস্তু হারাম করেছেন কেন?
উত্তরঃ (গ) সামগ্রিক কল্যাণের জন্য

১১.শরিয়তের উৎস কয়টি/
উত্তরঃ (গ)৪

১২. সাইফুলের কর্মকান্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতি পরিলক্ষিত হয়?
উত্তরঃ (ঘ)আমানত

১৩.যাকাত ইসলামের সেতু – এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ (গ) বায়হাকি

১৪. প্রতিশ্রুতি ভঙ্গ করা কার চরিত্র?
উত্তরঃ (গ)মুনাফিক

১৫.আবু বকর (রা) কে ইসলামের ত্রানকর্তা বলা হয় কেন?
উত্তরঃ (ক) চড়ান্তভাবে কুরআন সংকলন করায়

১৬.পুত্রের বিষয়ে ভুমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?
উত্তরঃ (খ)হযরত উমর (রা)

১৭. ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখনোর মনোভাব পরিহারে সহায়তা করে?
উত্তরঃ (গ)সাওম

১৮.তারা তোদের ভুষণ, তোমরা তাদের ভুষণ—এ আয়াতে কীসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
উত্তরঃ (গ)সম্পদের নারী – পরুষের সমঅধিকার

১৯. সকল মানুষই আদম (আ)
উত্তরঃ (গ) সাম্প্রদায়িক সম্প্রীতি

২০. জাবির ইবনে হাইয়্যানকে রসায়ন শাস্ত্রের জনক বলা হয় কেন?
উত্তরঃ (ঘ) রসায়ন শাস্ত্রের পরিপূ্র্ণতা দান

২১. কোন গ্রন্থ টিকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলা হয়?
উত্তরঃ (গ)আলকানুন ফিত -তিব্ব

২২. সিফাতের কর্মকান্ড কীসের শামীল?
উত্তরঃ (গ)নফিক

২৩.শিতল তার কর্মকান্ডের ফলে সে
উত্তরঃ (ঘ) i, ii, iii

২৪. জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-
উত্তরঃ (ঘ) সর্বশেষ কিতাব

২৫. রহিমার কর্মকান্ডে হাদিসের কোন শিক্ষার বহিঃপ্রকাশ ঘটেছে?
উত্তরঃ (ঘ) সাদকা

২৬. রফিক তার কর্মকান্ড দ্বারা-
উত্তরঃ (ঘ) i, ii, iii

২৭. আবু ঈসা মোহাম্মাদ ইবনে ঈসা(র) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি? জামি তিরমিযি
উত্তরঃ (ঘ)

২৮. একই পঠন রীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?
উত্তরঃ (গ) ওসমান (রা)

২৯. জামাল সাহেবের কর্মকান্ডে কী ফুটে উঠেছে?
উত্তরঃ (খ)স্বদেশপ্রেম

৩০. কামালের কর্মকান্ডে অর্জিত হবে-
উত্তরঃ (খ) i,iii

About Post Author

Related posts